হাতে আর ২ দিন সময়। ৩১ অক্টোবর IPL-এর ১০ ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেনশন প্লেয়ারদের তালিকা জমা দিয়ে দেবে বোর্ডকে। তার আগে গুজরাট টাইটান্স কাদের দলে ধরে রাখবে তা নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল। জানা যাচ্ছে, অধিনায়ক শুভমন গিল, রশিদ খান এবং সাই সুদর্শনকে রিটেন করার ব্যাপারে মন স্থির করেছে GT ফ্র্যাঞ্চাইজি। রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খানকেও রিটেন করা হতে পারে। IPL-এর এক সূত্র জানিয়েছে, ‘শুভমন, রশিদ এবং সাইকে রিটেন করা হবে গুজরাট ফ্র্যাঞ্চাইজির তরফে’। IPL ২০২৪-এ শুভমন গুজরাট টাইটান্স দলের অধিনায়ক ছিলেন। যদিও এবছর সফল হয়নি এই ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টে অষ্টম স্থানে শেষ করে তারা। ১৪ ম্যাচে মাত্র ৫টিতে জয় পায় শুভমনের দল।
IPL-এ ২০২২ সালে প্রথম আগমন গুজরাট টাইটান্সের। প্রথম বছরেই চমক দেয় তারা। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় GT। ২০২৪-এ নেতৃত্বের বদল হয়। হার্দিক মুম্বইয়ে চলে যাওয়ায় অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয় গিলকে। ২০২৫ IPL-এ তাঁকেই সামনে রেখে শক্তিশালী দল গঠন করতে চাইছে গুজরাট। তবে শুভমন এবং রশিদকে রিটেন করার বিষয়টা অনেকেই আন্দাজ করতে পারছিল। এই দুই ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। রশিদ ২০২২ মরশুমে গুজরাটের হয়ে ১৯ উইকেট নিয়েছিলেন, এরপর IPL ২০২৩-এ ২৭ উইকেট নিয়েছিলেন। ২০২৪ IPL-এ কিছুটা খারাপ ফর্মে ছিলেন, উইকেট নেন ১০টি।
শুভমন গিলের পরিসখ্যানও যথেষ্ট উজ্জ্বল। তিনি গুজরাটের হয়ে প্রথম মরশুমে ৪৮৩ রান করেছিলেন, গড় ৩৪.৫০। ২০২৩ মরশুমে দুরন্ত ফর্মে ছিলেন গিল। করেছিলেন ৮৯০ রান, গড় ৫৯.৩৩। ওই বছর শুভমন ৩টি শতকও হাঁকান। এরপর ২০২৪ IPL-এ ৪২৬ রান করেছিলেন তিনি, গড় ৩৮.৭৩। সুদর্শনের পারফরম্যান্স IPL ২০২৪-এ দুর্দান্ত ছিল। যেই কারণে মনে করা হচ্ছে তাঁকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে ম্যানেজমেন্ট। এবছর ব্যাট হাতে ৫২৭ রান করেন তিনি, গড় ৪৭.৯১। অন্যদিকে আনক্যাপড শাহরুখ খানকে রেখে দেওয়া হতে পারে তাঁর দুরন্ত স্ট্রাইক রেটের কারণে। রাহুলকে তাঁর IPL-এর অভিজ্ঞতার জন্য দলে রাখা হতে পারে। সবকিছু ঠিক থাকলে ৩১ তারিখের আগেই এই বিষয়ে অফিশিয়াল ঘোষণা হয়ে যেতে পারে। রিটেনশন প্রক্রিয়া সম্পন্ন হলেই মেগা অকশনের জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে। সম্ভবত নভেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে অকশন।