টি-২০ বিশ্বকাপে আগ্রাসী ক্রিকেট উপহার দেবে আফগানিস্তান, প্রস্তুতি ম্যাচেই মিলল ইঙ্গিত। শুক্রবার অনুশীলন ম্যাচে স্কটল্যান্ডকে কার্যত একতরফাভাবে উড়িয়ে দেন রশিদ খানরা। সৌজন্যে গুলবদিন নায়েবের ধুমধাড়াক্কা হাফ-সেঞ্চুরি।
পোর্ট অফ স্পেনে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৮ রান সংগ্রহ করে। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন গুলবদিন। ওপেন করতে নেমে তিনি ৩০ বলে ৬৯ রান করে সাজঘরে ফেরেন। মারকাটারি ইনিংসে নায়েব ৫টি চার ও ৬টি ছক্কা মারেন।
নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন আজমতউল্লাহ ওমরজাই। তিনি ৩৬ বলে ৪৮ রান করে মাঠ ছাড়েন। আজমত ৪টি চার ও ২টি ছক্কা মারেন। যদিও বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি। ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৬ রান করেন মহম্মদ নবি। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১৫ রান করেন ক্যাপ্টেন রশিদ খান।
রহমানউল্লাহ গুরবাজ ৮, ইব্রাহিম জাদরান ৯, নাজিবউল্লাহ জাদরান ৪, করিম জানাত ৩ ও মহম্মদ ইশাক ২ রানের যোগদান রাখেন। স্কটল্যান্ডের হয়ে ক্রিস সোল ৪ ওভারে ৩৫ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। ৪ ওভারে ২৬ রান খরচ করে ২টি উইকেট নেন ব্র্যাডলি কুরি। ১টি করে উইকেট নেন ব্র্যাড হোয়েল, মার্ক ওয়াট ও ক্রিস গ্রেভস।
জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৩ রানে আটকে যায়। ৫৫ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে আফগানিস্তান। ২৫ বলে ৩৪ রান করেন স্কটল্যান্ডের মার্ক ওয়াট। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ১৮ বলে ২৮ রান করেন জর্জ মুনসি। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। বাকিদের মধ্যে দুই অঙ্কের রান বলতে গ্রেভসের ১০ ও সোলের ১২।
আফগানিস্তান এদিন ৯ জন বোলারকে দিয়ে বল করায়। উইকেট তুলে নেন ৭ জন। অর্থাৎ, সকলে মিলে উইকেট ভাগ করে নেন বলা চলে। করিম জানাত ২ ওভারে ১৩ রান খরচ করে ২টি উইকেট নেন। ৩ ওভারে ২৩ রান খরচ করে ২টি উইকেট নেন মুজিব উর রহমান। রশিদ খান ২ ওভারে মাত্র ৩ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন। ১টি করে উইকেট নেন নবীন উল হক, খারোটে, আজমতউল্লাহ ও গুলবদিন নায়েব। উইকেট পাননি কেবল ফজলহক ফারুকি ও ফরিদ আহমেদ।