দুই ব্যাটার একদিকে দৌড়াচ্ছেন। সতীর্থ দু'রান নিতে না চাওয়ায় রেগে গিয়ে ব্যাট ছুঁড়ছেন রশিদ খান। বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেলেও আফগানিস্তানকে চিন্তায় রাখবে খেলোয়াড়দের মধ্যে বোঝাপোড়ার অভার। সেই একইদিকে দৌড়ানোর ঘটনা ঘটেছে রহমানউল্লাহ গুরবাজ এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের মধ্যে। আর আফগানিস্তানের অধিনায়ক তুমুল রেগে যান করিম জানাতের উপরে। যে দুটি ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
গুরবাজদের হাহাকার
১৫.৪ ওভারে সেই ঘটনা ঘটে। মুস্তাফিজুর রহমানের বলটা ব্যাকওয়ার্ড পয়েন্টে কাট করেন গুরবাজ। প্রাথমিকভাবে রান নিতে দৌড়ান আফগানিস্তানের ওপেনার। কিন্তু যখন বুঝতে পারেন যে রানটা হবে না, তখন ফিরে যান। ততক্ষণে অর্ধেক পিচ পেরিয়ে যান ওমরজাই। গুরবাজকে ফিরে যেতে দেখলেও তিনি সেদিকেই দৌড়াতে থাকেন। দু'জনেই একদিকে পৌঁছে যান।
তারইমধ্যে বলটা ধরে স্ট্রাইকার এন্ডের দিকে বলটা ছুড়ে দেন রিশাদ খান। কিন্তু বলটা স্টাম্পে লাগেনি। তারপর আবার গুরবাজ এবং ওমরজাই দু'জনেই নন-স্ট্রাইকার এন্ডের দিকে দৌড়াতে থাকেন। পিচের মাঝামাঝি এসে দু'জনেই থেমে যান। শেষপর্যন্ত দৌড়ে নন-স্ট্রাইকার এন্ডে পৌঁছে যান গুরবাজ। আর স্ট্রাইকার এন্ডে পৌঁছে যান ওমরজাই। রান-আউট হয়ে যাননি কেউ।
রেগেমেগে রশিদের ব্যাট ছুড়ে দেওয়া
আফগানিস্তানের ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে সেই ঘটনা ঘটেছে। লেগস্টাম্পে ইয়র্কার করেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব। বড় শট মারতে যান রশিদ। কিন্তু ব্যাটের কাণায় বলটা লেগে অফসাইডে চলে যায়। প্রাথমিকভাবে এক রান নেন রশিদ। তারপর দু'রান নেওয়ার জন্য দৌড়াতে থাকেন।
উলটো প্রান্ত থেকে জানাত বারণ করলেও দৌড়াতে থাকেন রশিদ। স্ট্রাইকার এন্ডে একদম নড়াচড়া করেননি জানাত। ক্রিজে দাঁড়িয়ে থাকেন। রশিদ অবশ্য ততক্ষণে প্রায় ১১ গজ চলে যান। শেষপর্যন্ত ফিরে আসতে বাধ্য হন। কিন্তু জানাত দু'রান নিতে না দৌড়ানোয় চূড়ান্ত রেগে গিয়ে ব্যাট ছুড়ে ফেলে দেন। আর ঘুরে নন-স্ট্রাইকার এন্ডে ফিরে আসেন। ব্যাটটা তাঁর হাতে দিয়ে যান জানাত।
কেন স্ট্রাইকে আসতে চেয়েছিলেন রশিদ?
আসলে আরও কিছুটা বেশি রান তোলার জন্য প্রবলভাবে স্ট্রাইকে ফিরতে চাইছিলেন রশিদ। সেই পরিকল্পনা সফল না হওয়ায় চটে যান আফগানিস্তানের অধিনায়ক। তাঁর সৌজন্যেই শেষপর্যন্ত শেষ ওভারে ১৫ রান ওঠে। দুটি ছক্কা মারেন রশিদ। নিজে ১৯ রানে অপরাজিত থাকেন। আর সেই ইনিংসটার মাহাত্ম্য অত্যন্ত আরও বেড়ে গিয়েছে, কারণ শেষপর্যন্ত আট রানে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছে আফগানিস্তান।