জুন মাসের শুরুতে অনেকেই জানত না এই নামটা, আর সেপ্টেম্বর মাসের শুরুতে ইংল্যান্ডের প্রথম সারীর সমস্ত নিউজপেপারের ফ্রন্ট পেজে শিরোনামে জায়গা করে নিলেন। তিনি ইংল্যান্ডের অলরাউন্ডার গাস আটকিনসন। প্রথমে এসেছিলেন একান্তই বোলার হিসেবে দলে। এরপর টেস্টে ব্যাট হাতে খেল দেখানোর সুযোগ চলে আসতেই পড়ে পাওয়া চোদ্দ আনা সুযোগ তিনি কাজে লাগান।
লর্ডসের মাটিতে তাঁর ঐতিহাসিক টেস্ট শতরানের পর বল হাতেও শ্রীলঙ্কাকে দুর্মুষ করে দিলেন চেলসির এই ছেলে। সেই সঙ্গে নাম তুলে ফেললেন লর্ডসের অনার বোর্ডে । এক্কেবারের কিংবদন্তী ইয়ান বোথাম, টনি গ্রেগদের পাশে। লর্ডসের মাটিতে স্বপ্নপূরণের স্বাদটা তাই আলাদা ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডারের কাছে। তৃতীয় ইংরেজ ক্রিকেটার হিসেবে একই টেস্টে পাঁচ উইকেট এবং শতরান করার নজির গড়লেন গাস আটকিনসন।
আরও পড়ুন-বর্ডার গাভাসকর সিরিজ জিতবে ভারতই! ফল হবে ৩-১… রোহিতদের হয়ে ভবিষ্যদ্বাণী সানির…
ইংল্যান্ডের কোন ক্রিকেটারের এই রেকর্ড আছে?
১৯৭৪ সালের ৬ই মার্চ থেকে শুরু হওয়া ব্রিজটাউন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ইনিংসে ৬ উইকেট এবং ব্যাট হাতে ১৪৮ রান করেন টনি গ্রেগ
২৪ ফেবরুয়ারি ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে স্যার ইয়ান বোথাম এক ইনিংসে পাঁচ উইকেট নেন এবং ১০৩ রান করেন।
১৫জুন ১৯৭৮ সালে লর্ডসের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেট এক ইনিংসে নেন ইয়ান বোথাম, করেন ব্যাট হাতে ১০৮ রানও।
আরও পড়ুন-ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে ভিন্ন মেরুতে রোহিত-জাহির!জোড়া বাউন্সার নিয়ে দ্রুত সিদ্ধান্ত
১৫ ফেবরুয়ারি ১৯৮০ তে ওয়াঙ্খেড়ে টেস্টে ভারতের বিপক্ষে বিরল নজির ছিল ইয়ান বোথামের। দুই ইনিংসেই নিয়েছিলেন ফাইফার। প্রথম ইনিংসে নেন ৬টি, দ্বিতীয় ইনিংসে ভারতের বিপক্ষে নেন ৭টি উইকেট। এছাড়াও ১১৪ রান করেছিলেন সেই টেস্টের এক ইনিংসে
১৬ জুলাই ১৯৮১ সালে স্যার ইয়ান বোথাম অস্ট্রেলিয়ার বিপক্ষে লিডসে অপরাজিত ১৪৯ রান করার পাশাপাশি নিয়েছিলেন এক ইনিংসে ৬ উইকেট
২০ জানুয়ারি ১৯৮৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে ব্যাট হাতে ১৩৮ রান করেছিলেন ইয়ান বোথাম, এছাড়াও এক ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট
এবার এই তালিকাতেই নবতম সংযোজন গাস আটকিনসন। শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডস টেস্টে ১১৮ রান এবং দ্বিতীয় ইনিংসে ৬২ রানে পাঁচ উইকেট নিয়ে স্যার ইয়ান বোথাম, টনি গ্রেগদের পাশেই জায়গা করে নিলেন মাত্র ৫টি টেস্ট ম্যাচ খেলা ২৬ বছর বয়সী এই ইংরেজ অলরাউন্ডার গাস আটকিনসন।
আরও পড়ুন-BCCI সচিবের ICCতে যাওয়া আটকাতে পারেননি! এবার জয় শাহের ফেলে যাওয়া আসনেই বসছেন মোহসিন নকভি…
জো রুট লর্ডসে দুই ইনিংসে শতরান করলেও তাঁকে ছাপিয়ে দ্বিতীয় টেস্টে ম্যাচের সেরার পুরস্কার পান গাস আটকিনসন। তাঁর দলও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুইয়ে দুই করে সিরিজ পকেটে পুড়ে নিল, এখনও একটি টেস্ট বাকি রয়েছে।