ভারতে এসে টিম ইন্ডিয়াকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার রেশ কাটার আগেই ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে বেকায়দায় নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চের প্রথম টেস্টে ব্রিটিশদের কাছে হারের মুখ দেখতে হয়েছে কিউয়িদের। এবার ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসেও পিছিয়ে পড়তে হল নিউজিল্যান্ডকে।
এমনটা নয় যে, ওয়েলিংটনের দ্বিতীয় টেস্টে বিরাট রানের ইনিংস তাড়া করতে হয়েছে হোমটিমকে। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড মোটে ২৮০ রান সংগ্রহ করে। নিউজিল্যান্ডের মাটিতে এমন টেস্ট ইনিংস চ্যালেঞ্জিং হলেও ঘরোয়া পরিবেশে কিউয়িদের কাছে তা টপকে যাওয়া নিতান্ত কঠিন ছিল না।
তবে পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরু থেকেই নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে। ব্যাটিং বিপর্যয়ের মাশুল দিয়ে কিউয়িদের থেমে যেতে হয় নিতান্ত অল্প রানে। ইংল্যান্ডের ২৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৫ উইকেটে ৮৬ রান। সুতরাং বোঝাই যাচ্ছিল যে, ব্রিটিশদের টপকানো কঠিন হবে কিউয়িদের পক্ষে।
শেষমেশ সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়। দ্বিতীয় দিনের কার্যত শুরুতেই নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১২৫ রানে। ব্রিটিশ পেসার গাস অ্যাটকিনসন দুর্দান্ত হ্যাটট্রিক করে নিউজিল্যান্ডের লেজ ছেঁটে দেন। অ্যাটকিনসন ইনিংসের ৩৫তম ওভারের তৃতীয়, চতু্র্থ ও পঞ্চম বলে পরপর সাজঘরে ফেরান ন্যাথন স্মিথ, ম্যাট হেরনি ও টিম সাউদিকে।
দুর্দান্ত হ্যাটট্রিক গাস অ্যাটকিনসনের
৩৪.৩ ওভারে স্মিথকে বোল্ড করেন অ্যাটকিনসন। ৩৪.৪ ওভারে অ্যাটকিনসনের বলে বেন ডাকেটের হাতে ধরা পড়েন সদ্য ক্রিজে আসা হেনরি। ৩৪.৫ ওভারে টিম সাউদিকে এলবিডব্লিউর ফাঁদে জড়িয়ে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন অ্যাটকিনসন এবং সেই সঙ্গে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে দাঁড়ি টেনে দেন।
প্রথম ইনিংসে কিউয়িদের হয়ে সব থেকে বেশি ৩৭ রান করেন কেন উইলিয়ামসন। ১৭ রান করেন টম লাথাম। ১৬ রানে নট-আউট থাকেন গ্লেন ফিলিপস। ইংল্যান্ডের হয়ে অ্যাটকিনসন প্রথম ইনিংসে ৮.৫ ওভারে ৩১ রান খরচ করে মোট ৪টি উইকেট দখল করেন। ব্রাইডন কার্স ১০ ওভারে ৪৬ রান খরচ করে ৪টি উইকেট পকেটে পোরেন। ১টি করে উইকেট নেন ক্রিস ওকস ও বেন স্টোকস।
প্রথম ইনিংসের নিরিখে ১৫৫ রানের বড়সড় লিড পেয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই জ্যাক ক্রলির উইকেট হারালেও ইংল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ১০০ রানের গণ্ডি টপকে যায় অনায়াসে।