আইপিএল নিয়ে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের একটি সাম্প্রতিক মন্তব্যের পর তাঁকে তীব্র সমালোচনায় ধুইয়ে দেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ। বাটলার দাবি করেছিলেন যে, আইপিএল চলাকালীন কোনও আন্তর্জাতিক ক্রিকেট নির্ধারিত হওয়া উচিত নয়। আসলে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য বাটলারকে ২০২৪ আইপিএল প্লে-অফের আগেই সরে দাঁড়াতে হয়েছিল। সেই জায়গা থেকেই সম্ভবত এমন মন্তব্য করেছেন তারকা ব্রিটিশ প্লেয়ার।
আরও পড়ুন: ছয়ে নেমে হাফসেঞ্চুরি হার্দিকের,প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে গড়লেন বড় রেকর্ড, ভাঙল ধোনির নজির
২০২৪ আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি সংবাদিক সম্মেলনে বাটলার বলেছিলেন, ‘এটা আমার ব্যক্তিগত মতামত যে, আইপিএলের সময়ের সঙ্গে সংঘাত হয়, এমন কোনও সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থাকার দরকার নেই।’ এই মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই তীব্র বিতর্কের জন্ম দেয়। আর ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে এই বিষয়ে মাইকেল ভন এবং অ্যাডাম গিলক্রিস্টের মতামত জানতে চান হাফিজ। ভন আইপিএলের ক্রমবর্ধমান তাৎপর্য স্বীকার করে বাটলারের অবস্থানকে সমর্থন করেন। তিনি মন্তব্য করেন, ‘আমি আসলে ওর (বাটলার) সঙ্গে একমত। আইপিএল বিশাল বড় একটি টুর্নামেন্ট হয়ে গিয়েছে, এবং খেলোয়াড়রা অংশগ্রহণ করার জন্য খুব ভালো পুরস্কৃত হচ্ছে।’
জাতীয় দলের দায়িত্বের চেয়ে আইপিএলকে অগ্রাধিকার দেওয়াটা খেলোয়াড়দের জন্য ন্যায়সঙ্গত কিনা তা নিয়ে প্রশ্নের জবাবে ভন বলেন, ‘এটি নৈতিক ভাবে সঠিক কিনা, সেটা নিঃসন্দেহে খুব ভালো প্রশ্ন। কিন্তু আমি মনে করি, আইপিএল এখন এত বড় হয়ে গিয়েছে যে, আন্তর্জাতিক বোর্ডগুলির পক্ষে এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা খুব কঠিন।’ ভন কাউন্টি চ্যাম্পিয়নশিপের উপর আইপিএলের সম্ভাব্য প্রভাব পড়ার কথাও উল্লেখ করেছেন। আইপিএল প্রতিশ্রুতির কারণে অনেক খেলোয়াড়ের ম্যাচ মিস হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাটলারের মন্তব্যকে আবার হাফিজ আশ্চর্যজনক বলে দাবি করেছেন। এবং তিনি জাতীয় দলকে গুরুত্ব দেওয়ার উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের অধিনায়কের এই মন্তব্য আমার কাছে কিছুটা চমকপ্রদ ছিল। কারণ নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাই যে কোনও প্লেয়ারের জন্য সবচেয়ে বড় পুরস্কার। আপনি যদি আপস করে থাকেন এবং বলেন যে, আইপিএল চুক্তির কারণে জাতীয় দলের খেলা থাকা উচিত নয়, আমি মনে করি। এটা ঠিক নয়।’
অ্যাডাম গিলক্রিস্ট আবার ভনের সুরেই সুর মিলিয়েছেন। উল্লেখ করেছেন যে, আইপিএলের কারণে প্রতিষ্ঠিত ক্রিকেটিং দেশগুলিকে ঘরোয়া ক্রিকেটেও অনিবার্য ভাবে আপস করতে হবে। তিনি বলেছেন, ‘অধিক প্রতিষ্ঠিত ক্রিকেটিং দেশগুলিকেও ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আপস করতে হবে। উদাহরণস্বরূপ, শেফিল্ড শিল্ড ফাইনাল যদি আইপিএলের সঙ্গে ওভারল্যাপ করে, তখন খেলোয়াড়দের একটিকেই বেছে নিতে হবে।’