তিনি বাঙালির আবেগ, বাঙালির গৌরব তো বটেই। বাঙালির একেবারে প্রিয় মানুষ তিনি। খেলাধুলোর গণ্ডি পেরিয়ে অনেকেই যে ব্যক্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভক্ত, তা বলতে অনেকেই কুণ্ঠাবোধ করেন না। আর সেই সৌরভের জন্মদিনে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রাক্তন টিম ডিরেক্টর জয় ভট্টাচার্য (২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ছিলেন) এমন একটা কাহিনী সামনে আনলেন, যা ফের প্রমাণ করে দিল যে তিনি ‘দাদা’, তিনি ‘মহারাজ’-ই। সেই কাহিনী মন জিতে নিয়েছে নেটিজেনদেরও। সৌরভের প্রতি যে শ্রদ্ধা ছিল তাঁদের, তা যেন আরও একটু বেড়ে গিয়েছে।
কোন কাহিনী জানিয়েছেন KKR-র প্রাক্তন টিম ডিরেক্টর?
সোমবার কেকেআরের প্রাক্তন টিম ডিরেক্টর বলেন, ‘এক দশকেরও আগে কেকেআরকে নিয়ে যে ডকুমেন্টারি করেছিল ডিসকভারি চ্যানেল, সেটার জন্য আমরা সন্তোষের ইন্টারভিউ নিয়েছিলাম। যিনি ইডেন গার্ডেন্সে ক্যান্টিন চালাতেন।’
তিনি আরও বলেন, ‘সৌরভের মেয়ে সানার অন্নপ্রাশন ছিল। দিনদুয়েক আগে ইডেন গার্ডেন্সে এসেছিলেন সৌরভ। আর নিজে সন্তোষ, তাঁর ভাই এবং ইডেন গার্ডেন্সের কর্মীদের নেমতন্ন করে গিয়েছিলেন। অনুষ্ঠানের দিনে ওঁদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন (সৌরভ)। তারপর ওঁরা যেতে সৌরভ নিজে দেখভাল করেছিলেন। সেই দিনটা এখনও একেবারে স্পষ্টভাবে মনে আছে সন্তোষের।’
ইডেনের ক্যান্টিনের সন্তোষ এবং ইডেনের মালিদের যে নেমতন্ন করেছিলেন সৌরভ এবং মেয়ের মুখেভাতের দিনে যে গাড়ি পাঠিয়েছিলেন, তাতে তিনি যে কতটা মুগ্ধ হয়ে গিয়েছিলেন, সেটা স্বীকার করে নিয়েছেন কেকেআরের প্রাক্তন টিম ডিরেক্টরও। তিনি বলেন, ‘এটা থেকেই বুঝতে পারবেন যে কেন উনি (সৌরভ) এত মানুষের কাছে স্পেশাল হয়ে থেকেছেন। আর সেটা শুধুমাত্র মাঠে খেলার জন্য নয়। শুভ জন্মদিন সৌরভ।’
নেটিজেনদের প্রতিক্রিয়া
কেকেআরের প্রাক্তন ডিরেক্টর যে কাহিনী শেয়ার করেন, সেটার প্রেক্ষিতে এক নেটিজেন বলেন, 'অসাধারণ কাহিনী। শুভ জন্মদিন সৌরভ গঙ্গোপাধ্যায়।' অপর এক নেটিজেন বলেন, 'সত্যিকারেরই মহারাজ।' এক নেটিজেন আবার বলেন, 'আরও একটা কাহিনী শুনেছি আমি। সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে নাকি ম্যাচ ফিক্সিং করানোর পরিকল্পনা করেছিল কয়েকজন বুকি। কিন্তু দাদার কাছে সেই প্রস্তাব নিয়ে আসার সাহস হয়নি কারও। ওঁর সততা এমনই ছিল।'
তারইমধ্যে এক নেটিজেন আবার বলেন, ‘এই প্রশাসকের দায়িত্ব থেকে দূরে থাকা উচিত ছিল দাদার। যা তাঁর ভাবমূর্তিতে প্রভাব ফেলেছিল। নাহলে উনি একজন সিংহের মতো ছিলেন।’ উল্লেখ্য, সৌরভ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট ছিলেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলেরও (সিএবি) প্রেসিডেন্টের কুর্সিতে বসেছিলেন সৌরভ।
আরও পড়ুন: গ্যালারিতে বসেই এক কোটি পাবেন রিঙ্কু! কীভাবে ভাগ হচ্ছে বিশ্বকাপ জয়ের BCCI-এর ১২৫ কোটির প্রাইজ মানি