বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিরাট কোহলির পারফর্ম্যান্স গ্রাফ ক্রমশ উপরের দিকে উঠেছে। বিশেষ করে ওয়ান ডে ক্রিকেটে বিরাট যে রকম পারফর্ম্যান্স উপহার দিয়েছেন ক্রিকেট বিশ্বকে, তার সমতুল্য কিছু খুঁজে পাওয়া মুশকিল। মঙ্গলবার ৩৬ বছরে পা দিলেন কোহলি। জন্মদিনে ফিরে তাকানো যাক বিরাটের ওয়ান ডে কেরিয়ারে। দেখে নেওয়া যাক কোহলির ৭টি বিরাট ওয়ান ডে রেকর্ড।
বিরাট কোহলির ওয়ান ডে কেরিয়ার
বিরাট কোহলি এখনও পর্যন্ত ২৯৫টি ওয়ান ডে ম্যাচের ২৮৩টি ইনিংসে ব্যাট করে ৫৮.১৮ গড়ে ১৩৯০৬ রান সংগ্রহ করেছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর স্ট্রাইক-রেট ৯৩.৫৪। তিনি ওয়ান ডে ক্রিকেটে ৫০টি সেঞ্চুরি করেছেন এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৭২টি। ৫০ ওভারের ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৮৩ রানের।
আরও পড়ুন:- Happy Birthday Kohli: কোহলির ক্যাবিনেটে ৪টি ICC ট্রফি, অধরা শুধু এই একটিই
বিরাট কোহলির ৭টি ওয়ান ডে রেকর্ড
১. ওয়ান ডে ক্রিকেটে ৫০টি সেঞ্চুরি করা বিশ্বের একমাত্র ক্রিকেটার হলেন বিরাট কোহলি।
২. ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ৮০০০, ৯০০০, ১০০০০, ১১০০০, ১২০০০ ও ১৩০০০ রানের মাইলস্টোন টপকেছেন কোহলি।
৩. ওয়ান ডে ক্রিকেটে সফল রান তাড়া করার ক্ষেত্রে সব থেকে বেশি রান ও সর্বাধিক সেঞ্চুরি করেছেন কোহলি। কোহলি মাঠে নেমেছেন এমন ১০২টি ম্যাচে রান তাড়া করে জয় পেয়েছে ভারত। কোহলি এই ম্যাচগুলির মধ্যে ৯৬টি ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন সাকুল্যে ৫৭৮৬। ব্যাটিং গড় ৯০.৪০। তিনি সেঞ্চুরি করেছেন ২৩টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ২৫টি।
৪. ওয়ান ডে ফর্ম্যাটের একটি দ্বিপাক্ষিক সিরিজে সব থেকে বেশি রান করার রেকর্ড রয়েছে কোহলির। ২০১৭-১৮ মরশুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের ৬ ম্যাচে ১৮৬.০০ গড়ে ৫৫৮ রান সংগ্রহ করেন কোহলি। সেই সিরিজে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল অপরাজিত ১৬০ রানের।
৫. বিরাট কোহলি ২০১১ সালের ওয়ান ডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য। তিনি ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্য। ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপে রানার্স হওয়া ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বিরাট। ২০২৩ বিশ্বকাপের ১১ ম্যাচে ৯৫.৬২ গড়ে ৭৬৫ রান সংগ্রহ করেন কোহলি। সেঞ্চুরি করেন ৩টি এবং হাফ-সেঞ্চুরি করেন ৬টি। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন বিরাট।
৬. ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন বিরাট। তিনি বিশ্বকাপের ৩৭টি ম্যাচে ৬৯.৮৩ গড়ে সাকুল্যে ১৭৯৫ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৫টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ১২টি।
৭. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১৩টি ম্যাচে কোহলি ৮৮.১৬ গড়ে সাকুল্যে ৫২৯ রান সংগ্রহ করেছেন। ১২টি ইনিংসে ব্যাট করে তিনি ৫টি হাফ-সেঞ্চুরি করেছেন।