ভারতের বিরুদ্ধে ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারবে না পাকিস্তান, মনে করছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার হরভজন সিং। দুবাইয়ের মাটিতে এমনিতে পাকিস্তানের ক্রিকেটাররা অনেক ম্যাচই খেলে থাকেন বিভিন্ন লিগে। সেখানে পাক ক্রিকেটারদের তাই সামান্য এগিয়ে থাকার কথা হলেও ভাজ্জি বলছেন, পাকিস্তান স্রেফ উড়ে যাবে ভারতের কাছে।
আরও পড়ুন- ‘ভারতকে হারানো টার্গেট নয়, চাইব ট্রফি জিততে’! বলছেন পাক সহ অধিনায়ক! আগেই হার মানলেন?
২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ
অনেকে মনে করছিল ভারত-পাক ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রুদ্ধশ্বাস হবে। যেখানে পাকিস্তানও যথেষ্ট লড়াই দেবে। কিন্তু হরভজন সিং সেই সম্ভাবনা দেখতেই পাচ্ছে না। একদমই একপেশে ম্যাচ হবে ভারতের পক্ষে, মনে করছেন তিনি। কারণ হিসেবে তিনি বলছেন, দুই দলের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তাই কেউ যদি ভালো ম্যাচ দেখবে বলে আশা করে থাকে, তাহলে তাঁকে হতাশই হতে হবে।
আরও পড়ুন-গম্ভীর-রোহিতদের কোন স্ট্র্যাটেজিতে খুঁত খুঁজে পেলেন অশ্বিন? অখুশি নির্বাচকদের সিদ্ধান্তে
ব্যাটারদের দিকে আঙুল ভাজ্জির
হরভজন সিং বলছেন, ‘ভারত আর পাকিস্তানের ম্যাত হচ্ছে ওভারহাইপড, এর মধ্যে আলাদা কিছুই নেই। ’ ভাজ্জির এই বক্তব্যের কারণ অবশ্যই পাকিস্তান দলের ব্যাটারদের মধ্যে ধারাবাহিকতার ব্যাপক অভাব। যেখানে খেলোয়াড়রা কোনও দিন বিশাল কিছু করে দেখান, আবার আসল সময় গিয়েই ডুবিয়ে দেন। যেমন সম্প্রতি ত্রিদেশীয় সিরিজে তাঁরা করেছেন আর কি।
পাকিস্তান লড়াই দিতেই পারবে না-
হরভজন সিং বলছেন, ‘একবার পাকিস্তানের সেরা ব্যাটারদের দিকে চোখ রাখা যাক। বাবর আজম ওদের স্টার ব্যাটার, যা ভারতের বিরুদ্ধে গড় ৩১। যদি দলের সেরা ব্যাটার হতে হয়, তাহলে কমপক্ষে গড় ৫০র কাছাকাছি থাকতে হবে। রিজওয়ান ভালো ক্রিকেটার, কিন্তু ভারতের বিরুদ্ধে গড় ২৫। একমাত্র ওদের ফুলটাইম ওপেনার ফাখর জামানের ভারতের বিরুদ্ধে গড় ৪৬, একমাত্র ও খেলা ভারতের হাত থেকে ছিনিয়ে নিতে পারে ’।
আরও পড়ুন-অ্যাসেজে ১৬-০ হার! দলকে পরামর্শ দিতে এগিয়ে এলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক, কোচ হবেন?
সাম্প্রতিক পারফরমেন্সে অনেক এগিয়ে ভারত-
ভাজ্জি আরও বলছেন, ‘ফাহিম আশরাফের গড় ১২.৫। সৌদ শাকিলের ভারতের বিরুদ্ধে ব্যাটিং গড় মাত্র ৮। ওদের ব্যাটিং লাইন আপের দিকে তাকালে আমার তো মনে হয় ওরা লড়াইটুকুও ঠিকভাবে দিতে পারবে না। ’ খেলায় যেই এগিয়ে থাকুক না কেন, ২৫ হাজার দর্শকাসনের দুবাই স্টেডিয়ামের সব টিকিটই শেষ হয়ে গিয়েছে। প্রসঙ্গত ভাজ্জির মন্তব্যের পক্ষে যুক্তিও রয়েছে। কারণ গত টি২০ বিশ্বকাপে পাকিস্তান মাত্র ১২০ রানও করতে পারেনি। আর তার আগে ২০২৩ ওডিআই বিশ্বকাপে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে যায় তাঁরা।