বর্ডার-গাভাসকর ট্রফিতে টিম ইন্ডিয়ার নিয়মিত অধিনায়ক হলেন রোহিত শর্মা। পার্থে খেলা সিরিজের প্রথম ম্যাচটি অবশ্য তিনি মিস করেছিলেন। দ্বিতীয় সন্তানের জন্মের কারণে সেই সময়ে অস্ট্রেলিয়ায় আসতে পারেননি ভারতীয় দলের অধিনায়ক। রোহিতের জায়গায় সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহ টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেন।
যশস্বী-রাহুলের জুটিতে হিট টিম ইন্ডিয়া-
সেই দলে রোহিতের জায়গায় যশস্বীর সঙ্গ ওপেন করেছিলেন কেএল রাহুল। পার্থে সফল হয়েছিল এই ওপেনিং জুটি। এখন ভারতীয় অধিনায়ক ফিরেছেন, তবে এবার প্রশ্ন হল তাহলে কি পার্থের সফল ওপেনিং জুটি ভেঙে যাবে। ভারতীয় দলের ব্যাটিং অর্ডার কি বদলে দেওয়া হবে। মনে করা হচ্ছে দলের ব্যাটিং অর্ডার নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এই বিষয়ে এবার প্রতিক্রিয়া দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং।
রোহিত শর্মার ব্যাটিং অর্ডার নিয়ে জটিলতা তৈরি হয়েছে-
রোহিত শর্মার অনুপস্থিতিতে, কেএল রাহুল পার্থ টেস্টে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ের দায়িত্ব নিয়েছিলন। ওপেনিংয়ে রাহুল ভালো ব্যাটিং করেছিলেন, তার পরে বলা হচ্ছে ওপেনিং থেকে তাকে সরিয়ে দেওয়া ঠিক হবে না। কিন্তু তারপর সমস্যা হল রাহুল যদি জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে আসেন, তাহলে রোহিত শর্মা কত নম্বরে খেলতে নামবেন? দ্বিতীয় টেস্টে রোহিত শর্মার সঙ্গে ফিরবেন শুভমন গিলও। তিন নম্বরে জায়গা নিতে পারেন গিল। এদিক বিরাট কোহলি চার নম্বরে নামতে পারেন। এমন অবস্থায় প্রশ্ন হল তাহলে কি কেএল রাহুলের পরিবর্তে পাঁচ বা ছয় নম্বরে খেলতে নামবেন রোহিত শর্মা?
কী বললেন হরভজন সিং?
পিঙ্ক বল টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচে খেলেছিলেন রোহিত শর্মা। তবে তখন আর ওপেন করেননি রোহিত শর্মা। তিনি অনেকটা পরে নেমেছিলেন। পরে নেমে অবশ্য সফল হতে পারেননি তিনি। অনেকেই বলছেন রোহিতের ওপেন করাই উচিত। সংবাদ সংস্থা পিটিআই-এর সঙ্গে কথা বলার সময়ে হরভজন সিং বলেন, ‘আমি রোহিত শর্মাকে পাঁচ বা ছয় নম্বরে খেলতে দেখতে চাই না। হয় রোহিত শর্মাকে যশস্বী জয়সওয়ালের সঙ্গ ওপেন করা উচিত এবং কেএল রাহুলকে তিন নম্বরে আসা উচিত। নয়তো তিনি তিন নম্বরের নীচে ব্যাট করবেন না। দলের ভালোর জন্য, ছয় নম্বরে ব্যাট করা রোহিত শর্মার পক্ষে ঠিক হবে না। ব্যাটিং অর্ডারে শীর্ষ চারটি আপনার চারটি স্তম্ভ হওয়া উচিত এবং শীর্ষে রোহিতের মতো কাউকে থাকাটা দলকে আরও উৎসাহ দেবে।’
৬ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট
আমরা আপনাকে জানিয়ে রাখি যে টিম ইন্ডিয়া ৬ ডিসেম্বর থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে। দ্বিতীয় ম্যাচটি হবে অ্যাডিলেডের অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হবে। এটি হবে গোলাপি বলের দিন-রাতের টেস্ট ম্যাচ।