টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ২২ তম ম্যাচটি ১১ জুন নিউইয়র্কে পাকিস্তান এবং কানাডার মধ্যে খেলা হয়েছিল। এই ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান দল। ম্যাচের নায়ক ছিলেন তাদের অভিজ্ঞ ফাস্ট বোলার মহম্মদ আমির। পাকিস্তান দলের হয়ে এই ম্যাচে নিজের কোটার মোট ৪ ওভার বল করেছেন মহম্মদ আমির। সেই , তিনি ৩.২৫ ইকোনমিতে মাত্র ১৩ রান খরচ করে ২টি বড় উইকেট শিকার করেছিলেন। এই পারফরমেন্সের জন্য তাঁকে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়েছিল।
আরও পড়ুন… BAN vs NED: কখনই বলব না যে এটা ম্যাচ জয়ী টোটাল ছিল- ব্যাটার নয়, শাকিবের গলায় বোলারদের প্রশংসা
মহম্মদ আমিরের সাক্ষাৎকার নিতে গিয়ে কী বললেন হরভজান সিং?
পাকিস্তান বনাম কানাডা ম্যাচের পর সকলেই মহম্মদ আমিরের প্রশংসা করেছেন। এই সময়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন অভিজ্ঞ স্পিনার হরভজন সিংকেও তাঁর প্রশংসা করতে দেখা গিয়েছে। আসলে, হরভজন সিং টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টার স্পোর্টসের একজন ধারাভাষ্যকার এবং উপস্থাপক হিসাবে বর্তমানে আমেরিকাতে রয়েছেন। পাকিস্তান বনাম কানাডা ম্যাচের পর মহম্মদ আমিরের সাক্ষাৎকার নেন হরভজন সিং। সেই সময় মহম্মদ আমিরের অনেক প্রশংসা করেন ভাজ্জি। যার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… UEFA EURO 2024: কবে, কোন দেশের ম্যাচ! ভারতীয় সময়ে কখন শুরু কোন দলের খেলা? দেখে নিন সম্পূর্ণ সূচি
ভাইরাল হচ্ছে হরভজনের পুরানো পোস্ট-
এই ভিডিয়ো দেখার পরে ক্রিকেটপ্রেমীরা এই দুই তারকার পুরনো কিছু ভিডিয়ো ও ঘটনা শেয়ার করতে থাকেন। আমিরের জন্য হরভজন আগে কখনও এমন প্রশংসা করেনি। সোশ্যাল মিডিয়ায় তার পুরনো কিছু পোস্ট শেয়ার করে তাকে ট্রোল করা শুরু করেছে নেটিজেনরা। হরভজন ও আমিরের সম্পর্ক অতীতে বিশেষ ভালো কিছু ছিল না। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার পাকিস্তানি ফাস্ট বোলারকে একটা সময়ে ‘ফিক্সার’-ও বলেছিলেন হরভজন সিং। ২০২১ সালে হরভজন সিংয়ের একটি পোস্ট বর্তমানে বেশ ভাইরাল হচ্ছে। যা ঘিরে একটা সময়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল।
আরও পড়ুন… অনেকেই নিয়মটা জানত না: পেনাল্টির পাঁচ রান কি দলের হারের কারণ- কী বললেন USA-র কোচ স্টুয়ার্ট ল
ভক্তেরা দুই তারকাকে তাদের অতীতের কথা মনে করিয়ে দিলেন-
ভক্তেরা এই ভিডিয়ো দেখার পরে বলছেন ঠিক আছে, মনে হচ্ছে উভয় খেলোয়াড়ই তাদের পুরানো দিন গুলোকে ভুলে গিয়েছে। পাকিস্তান বনাম কানাডা ম্যাচের পর হরভজন সিং ও মহম্মদ আমিরের মধ্যে ভালো সম্পর্ক দেখা গিয়েছিল। মহম্মদ আমিরের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করে ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং বলেন, ‘তুমি পাকিস্তানের হয়ে চ্যাম্পিয়ন বোলার। আমি আত্মবিশ্বাসী যে যখনই আপনার হাতে বল থাকবে, আপনি অবশ্যই দলের জন্য ৩ থেকে চার উইকেট শিকার করবেন।’