সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন হরভজন সিং। যা ঘিরে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। ক্রিকেটকে অনেকদিন আগেই বিদায় জানিয়েছেন তিনি। ২০০৭ এবং ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। এর আগে হরভজন তাঁর এবং ধোনির সম্পর্ক নিয়েও মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন এক প্রকার কথা বন্ধ হয়ে গেছে তাঁদের দু’জনের। আর তারপরেই এই নতুন পোস্ট জল্পনা আরও বাড়িয়েছে। নেটিজেনরা মনে করছেন এটি ধোনির উদ্দেশ্যেই লিখেছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে হরভজন লিখেছেন, ‘সহজেই দু’জন অপরিচিত প্রিয় বন্ধু হয়ে উঠতে পারে আবার ঠিক তত সহজেই দু’জন প্রিয় বন্ধু একে অপরের কাছে অপরিচিত হয়ে উঠতে পারে ..’
এর আগে হরভজন নিজেই জানিয়েছিলেন ধোনির সঙ্গে তাঁর এখন আর কথা হয় না। তিনি বলেছিলেন, ‘আমার সঙ্গে তার কথা হয় না। তার সঙ্গে আমার কোনও সমস্যা নেই। যদি ওর আমায় নিয়ে সমস্যা থাকে তাহলে বলতে পারে। তবে আমার মনে হয় তেমন কিছু হলে ও এতদিনে বলে দিত।’ হরভজন সিং ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি। তিনি ৪১৭টি উইকেট নিয়েছিলেন। এর আগে কোনও দিন তিনি ধোনির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।
হরভজন জানিয়েছেন, IPL-এ ধোনির সঙ্গে তাঁর খুব সীমিত কথাই হতো। তিনি বলেন, ‘আমি যখন CSK-এর হয়ে খেলতাম তখন তার সঙ্গে কথা হতো। কিন্তু তার বাইরে আমাদের কথা হয়নি। তাও ১০ বছরের বেশি সময় হয়ে গিয়েছে আমরা কথা বলি না যে। আমার কোনও কারণ নেই, তবে ওর মনে হয় আছে। আমি জানি না কারণ কী। আমরা যখন চেন্নাইয়ের হয়ে খেলতাম তখনও শুধু মাঠেই কথা হতো। তারপর না আমি তার ঘরে যেতাম না সে আমার ঘরে আসত।’
হরভজন এই ইঙ্গিতও করেছেন যে ধোনি তাঁর ফোন পর্যন্ত ধরেন না। তিনি বলেন, ‘আমি শুধু তাদেরই ফোন করি যারা আমার ফোন ধরে।’ হরভজন আরও যোগ করেন, ‘আমি শুধু আমার বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখি। আমি যদি আপনাকে শ্রদ্ধা করি তাহলে আশা করব আপনিও আমায় শ্রদ্ধা করবেন। কিন্তু আমি যখন আপনাকে একবার-দু'বার কল করব তখন যদি সারা না পাই তখন আমি শুধু মাত্র প্রয়োজনেই সাক্ষাৎ করব।’ যদিও এখনও স্পষ্ট নয় এই দুই ক্রিকেটারের মধ্যে ঠিক কী সমস্যা রয়েছে, তবে হরভজনের বক্তব্য অনেক জল্পনাই উস্কে দিচ্ছে।