ব্যাটার হিসেবে বাবর আজমের দক্ষতা নিয়ে সংশয় নেই। তবে তাই বলে ব্রায়ান লারার মতো কিংবদন্তির সঙ্গে পাক দলনায়কের তুলনা মেনে নিতে পারেননি হরভজন সিং, এস শ্রীসন্তরা। তাই এমন প্রসঙ্গ শুনেই হেসে গড়াগড়ি খেলেন টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন তারকা।
সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে হরভজন ও শ্রীসন্তকে হটস্টারের ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যায়। ব্রডকাস্টারদের কট অ্যান্ড বোল্ড অনুষ্ঠানে ভাজ্জি ও শ্রীসন্তের সঙ্গে আলোচনা করছিলেন প্রেজেন্টাররা। সময়ে সময়ে হরভজন ও শ্রীসন্তের কাছে তুলে ধরা হয় একাধিক ক্রিকেটারের নাম। যাঁদের মধ্যে তুলনায় কাকে এগিয়ে রাখেন ভাজ্জিরা, জানতে চাওয়া হয় সেটাই।
অনুষ্ঠানে ব্রায়ান লারার সঙ্গে বর্তমান ও অতীতের একাধিক ক্রিকেটারের তুলনা টানা হয়। লারা ও কুমার সাঙ্গাকারার মধ্যে কে এগিয়ে, এই প্রশ্নের উত্তরে হরভজনরা এগিয়ে রাখেন লারাকে। ঠিক তার পরেই ব্রায়ান লারা ও বাবব আজমের মধ্যে কে এগিয়ে, সেটা জানতে চাওয়া হয়।
প্রশ্নের জবাব দেবেন কী, প্রশ্ন শুনেই লাফিয়ে ওঠেন হরভজন। এমন তুলনা শুনে হেসে কার্যত লুটিয়ে পড়েন শ্রীসন্ত। আসলে হরভজনদের মতে লারার সঙ্গে বাবর কোনও তুলনাতেই আসেন না। হাসির রোল থামলে এমন তুলনা টানার জন্য প্রেজেন্টারকে টেবিলে রাখা ফলের ঝুড়ি থেকে আনারস, আপেল, লেবু পুরস্কার দেন হরভজন।
ভাজ্জিদের এমন হাসি-ঠাট্টার ভিডিয়ো ছড়িয়ে পড়ে শোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের অনেকেই মজার ছলে বলতে শুরু করেন যে, গজব বেইজ্জতি হয়ে গেল এটা।
আরও পড়ুন:- LPL 2024: ফিকে হল চাপম্যানের তাণ্ডব, ব্যাটে-বলে ঝড় তুলে ম্যাচ জেতালেন শানাকা
টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ পাকিস্তানের পারফর্ম্যান্স
পাকিস্তান ক্রিকেট দল এবার টি-২০ বিশ্বকাপের এ-গ্রুপ থেকে সুপার এইটে যাওয়ার বিষয়ে অন্যতম ফেভারিট ছিল। তবে তারা আমেরিকা ও ভারতের কাছে ২টি গ্রুপ লিগের ম্যাচ হেরে বসে। বিশেষ করে আমেরিকার মতো দুর্বল দলের কাছে পরাজিত হওয়ার জন্যই গ্রুপ লিগ থেকে বিদায় নিতে হয় বাবর আজমদের। পাকিস্তান শেষমেশ কানাডা ও আয়ারল্যান্ডকে হারালেও ৪ পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারেনি। ফলে সুপার এইটের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় তারা।
টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ বাবর আজমের ব্যক্তিগত পারফর্ম্যান্স
এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ লিগের চারটি ম্যাচে ব্যাট করতে নেমে ৪০.৬৬ গড়ে সাকুল্যে ১২২ রান সংগ্রহ করেন বাবর আজম। একটিও হাফ-সেঞ্চুরি করতে পারেননি তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৪৪ রানের। বাবর ১২২ রান সংগ্রহ করতে ১২০টি বল খরচ করেন। যার অর্থ, তাঁর স্ট্রাইক-রেট ১০১.৬৬। চারটি ইনিংসে ব্যাট করে বাবর ৮টি চার ও ৩টি ছক্কা মেরেছেন।