ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছে ১২ বছর হয়ে গিয়েছে। তবে আজ পর্যন্ত সেদিনের বিশ্বকাপ নিয়ে প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর বিভিন্ন কথা বলেন। তাঁর প্রতিটি কথাই এমন যে তাঁর প্রচার মাধ্যমের নজর কেড়ে নেয়। গৌতম বারবার বলে যান সেই দিনের জয় কোনও ব্যক্তিগত পারফরম্যান্সের ফলে আসেনি। দলগত প্রচেষ্টার মাধ্যমে ২৮ বছর পর বিশ্বকাপ জেতে ভারত। তবে এই প্রাক্তন তারকা ক্রিকেটার চলতি বছর এশিয়া কাপ টুর্নামেন্টের ভারত-পাকিস্তান ম্যাচের সময় অন্য গল্প শোনালেন সবাইকে। ২০১০ সালের ভারত পাকিস্তান ম্যাচের একটি ঘটনা তুলে ধরেন তিনি। জানান হরভজন সিং শেষের দিকে ভালো খেলায় ম্যাচ জিতেছিল ভারত।
এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীন ২০১০ সালে খেলা এই দুই দেশের একটি ম্যাচ দেখাতে শুরু করে সম্প্রচারকারী সংস্থা। সেই ম্যাচে গৌতম গম্ভীর ৮৩ রান করেন। এই ম্যাচটির কথা বলতে গিয়ে গৌতম জানান তাঁর করা রানের জন্য ভারত ম্যাচ জেতেনি। শেষের দিকে হরভজন সিং ম্যাচ জেতানো ‘হিট’ না মারলে ভারত জিতত না। তিনি বলেন, 'ওই ম্যাচে আমি ভারতীয় দলকে জেতাতে পারিনি। হ্যাঁ, আমার এবং ধোনির মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল বটে। কিন্তু আমি মনে করি ম্যাচের শেষের দিকে যে ব্যাটার রান তুলতে পারে সেই ম্যাচ জেতায়।'
কিছুদিন আগে দিল্লির বিজেপি সংসদের মুখে অবশ্য অন্য সুর শোনা গিয়েছিল। সেই সময় তিনি হতাশা প্রকাশ করে জানান, বিশ্বকাপের ফাইনালে ধোনির মারা ছয় নিয়ে প্রত্যেককে আলোচনা করে। সেই তুলনায় যুবরাজ সিংয়ের অবদান অনেকেই প্রকাশ করেন না। তিনি বলেন, 'আমরা ২০১১ সালের বিশ্বকাপ জেতার জন্য যুবরাজ সিংকে যথেষ্ট কৃতিত্ব দিইনি। এমনকী সুরেশ রায়না, মুনাফ প্যাটেল ও জাহির খান অসাধারণ পারফরম্যান্স করে। সচিন তেন্ডুলকর এই টুর্নামেন্টে ভালো রান করেছিল। এই বিষয়ে আমরা কথা বলি কম। তবে ধোনির মারা ছয় নিয়ে মিডিয়া এবং সর্বত্র বেশি আলোচনা করা হয়। দলগত বিষয়ের থেকে ব্যক্তিগত পারফরম্যান্সকে বেশি প্রাধান্য দেওয়া হয়।'
এই বছর এশিয়া কাপের ভারতের প্রথম ম্যাচের সময় গৌতম গম্ভীরের ৩৬০ ডিগ্রি ঘুরে যাওয়া মন্তব্যকে কেন্দ্র করে অনেকেই ভুরু কুঁচকেছেন। এইবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেলেও শেষ পর্যন্ত রোহিত শর্মারা শেষ চারে নিজেদের জায়গা দখল করে নিয়েছে। এখন দেখার বিষয় এইটাই বিশ্বকাপের আগে এশিয়া কাপ তারা জিততে পারে কিনা।