শুভব্রত মুখার্জি:- বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। পরিস্থিতি এখনও অস্থির থাকলেও ধীরে ধীরে স্বাভাবিকের পথে।এমন পরিস্থিতিতে বাংলাদেশে বছর শেষে হওয়ার কথা রয়েছে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপ আদৌও বাংলাদেশে হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
বিসিবিতেও এই মুহূর্তে কার্যত অচলাবস্থা চলছে। আইসিসি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিসিবির সঙ্গেও কথা বলেছে। তবে এরমধ্যেও আশঙ্কা থেকে যাচ্ছে যে বাংলাদেশে এই বিশ্বকাপ আদৌও হবে কিনা। সেই বিষয়ে বলতে গিয়েই এবার মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলিও। তাঁর মতে এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে সেখানে টি-২০ বিশ্বকাপ আয়োজন একেবারেই ঠিক হবে না বলে তাঁর মত।
বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে তারপর বাংলাদেশে আসন্ন মহিলা টি-২০ বিশ্বকাপ আয়োজন করা ভুল হবে বলে মনে করছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। তাঁর স্পষ্ট বক্তব্য, এই মুহূর্তে বাংলাদেশে কীভাবে ক্রিকেট খেলা হতে পারে! মানবিক বিবেচনাতেও তা তাঁর কাছে বোধগম্য হচ্ছে না বলেই জানিয়েছেন তিনি। এই বিষয়টি নিয়ে বলতে গিয়ে হিলি জানিয়েছেন, ‘ই মুহূর্তে বাংলাদেশ ভুগছে। এই সময়ে সেখানে (বাংলাদেশে) একটা ক্রিকেট ইভেন্ট চলা বা আয়োজন করা কতটা যুক্তিযুক্ত! তাদের পুঁজি নিয়ে অন্য জায়গায় (বিশ্বকাপে) ব্যবহারের ব্যাপারটি আমার কাছে কঠিন মনে হচ্ছে। যেসব মানুষ মারা গিয়েছেন বা যাচ্ছেন এখন তাদের পাশে দাঁড়িয়ে সকলকে সহায়তার প্রয়োজন রয়েছে।'
পাশাপাশি হিলি অস্ট্রেলিয়ার নাগরিকদেরও এই মুহূর্তে বাংলাদেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। বিষয়টি নিয়ে হিলি জানিয়েছেন, ‘এই মুহূর্তে মানুষ হিসেবে সেখানে খেলার আয়োজনের বিষয়টি আমার জন্য ঠিক বোধগম্য হচ্ছে না। মনে হচ্ছে এটা (বিশ্বকাপ আয়োজন) হয়তো ভুল একটা কাজ হয়ে যাবে। নিশ্চিতভাবেই এই মুহূর্তে বাংলাদেশে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বড় ব্যাপার ঘটে চলেছে। তবে আমি এটি সম্পূর্ণভাবে আইসিসির উপর ছেড়ে দেব।’
প্রসঙ্গত অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা মহিলা টি-২০ বিশ্বকাপ। সেই আয়োজন আদৌও হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছেই। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও শোনা যাচ্ছে আর কয়েকদিনের মধ্যেই ইস্তফা দিতে পারেন। এমন আবহে বিকল্প ভেন্যু নিয়ে আলোচনাও করছে আইসিসি। বাংলাদেশের বিশ্বকাপ আয়োজন নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত এই সপ্তাহের মধ্যেই চলে আসতে পারে বলে আইসিসি সূত্রে খবর।