অফস্টাম্পের বাইরের বল। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাতে খোঁচা। উইকেটের পিছনে ক্যাচ।
এবারের পুরো অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলির আউটের ধরন দেখলে মনে হবে যে এটা কি আগের ম্যাচে ক্লিপিংস দেখছেন নাকি সত্যিই এই ম্যাচেও এরকমভাবে ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন ভারতের তারকা? রূঢ় বাস্তবটা হল যে সেটা আগের ম্যাচের ক্লিপিংস নয়। বরং প্রায় প্রতিটি ইনিংসেই এরকম হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এবার অস্ট্রেলিয়ায় ন'টির মধ্যে আটটি ইনিংসে ঠিক অফস্টাম্পের বাইরের বলে আউট হয়ে গিয়েছেন বিরাট।
আর সেই বিষয়টি নিয়ে বিরাটের প্রতি তুমুল অসন্তোষ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তাঁর মতে, একই ভুল বারবার করে আউট হয়ে যাচ্ছেন বিরাট। অথচ সেটা শোধরানোর জন্য পরিশ্রম করতে হয়। যেটা বিরাটের মধ্যে দেখা যাচ্ছে না। তার থেকে কোনও তরুণকে ভারতীয় দলে সুযোগ দেওয়া ভালো বলে সওয়াল করেছেন ইরফান।
‘কোনও তরুণও ২৫-৩০ গড় দিয়ে দেবে’, ক্ষিপ্ত ইরফান
সিডনি টেস্টে ভারতের হারের পর সরকারি সম্প্রচারকারী স্টার স্পোর্টসে ইরফান বলেন, 'যে প্রথম ইনিংসে ম্যাচের ভিত্তি তৈরি করা হয়, সেই প্রথম ইনিংসে ২০২৪ সালে বিরাট কোহলির গড় হল ১৫। আর শেষ পাঁচ বছরের পরিসংখ্যান যদি ঘেঁটে বের করি আমরা, তাহলে দেখা যাবে যে বিরাটের গড় ৩০-ও নয়। একজন সিনিয়র খেলোয়াড়ের থেকে কি এরকম পারফরম্যান্সের আশা করে ভারতীয় দল?'
ইরফান আরও বলেন, ‘তার থেকে একজন তরুণকে একটানা সুযোগ দেওয়া ভালো। ওকে বলা হোক যে (ভবিষ্যতের জন্য) তুমি তৈরি হও। সেই তরুণের গড়ও ২৫-৩০ হয়ে যাবে। এটা দলের ব্যাপার। এখানে নির্দিষ্ট কাউকে বলা হচ্ছে না। বিরাট কোহলির কথা যখন বলছি, তখন তাঁকে থোড়াই ছোট করছি। এটা মোটেও বলছি না যে রান করেনি। ও ভারতের জন্য দুর্দান্ত সব কীর্তি স্থাপন করেছে। অসংখ্য (ম্যাচে) পারফর্ম করেছে। কিন্তু একই ভুল করে বারবার আউট হয়ে যাচ্ছে।’
ভুল শোধরাতে বিরাটের মধ্যে পরিশ্রম করছে না বিরাট, মত ইরফানের
সেখানেই থামেননি ইরফান। তিনি বলেন, ‘একই ভুল বাববার করছে (বিরাট)। দুটি ভুলের মধ্যে ব্যবধান থাকছে না। সানি (সুনীল গাভাসকর) স্যার (বিরাটের) যে টেকনিকাল গলদের কথা বলেছেন, সেটা ঠিক করার চেষ্টা করছে না (বিরাট)। সানি স্যার তো মাঠেই থাকেন। সানি স্যারের সঙ্গে কথা বলতে কতক্ষণ লাগবে? কোনও মহান খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে কতক্ষণ লাগবে? স্যার, আমি কী করতে পারি - সেটা জানতে কতক্ষণ সময় লাগতে পারে? ওই ভুলটা ঠিক করতে পরিশ্রম করতে হবে। যে পরিশ্রমটা দেখা যাচ্ছে না।’
অস্ট্রেলিয়া সিরিজে বিরাটের পারফরম্যান্স
১) পার্থ: ৫ রান এবং অপরাজিত ১০০ রান।
২) অ্যাডিলেড: ৭ রান এবং ১১ রান।
৩) ব্রিসবেন: ৩ রান।
৪) মেলবোর্ন: ৩৬ রান এবং ৫ রান।
৫) সিডনি: ১৭ রান এবং ৬ রান।