একদিকে গুজরাট টাইটানসের ফ্যান ব্রিগেড, অন্যদিকে রোহিত শর্মার ভক্তকূল- দুই ‘বাহিনী’-র তুমুল রোষের মুখে পড়েছেন হার্দিক পান্ডিয়া। যে গুজরাট তাঁকে অধিনায়ক করেছিল এবং যে গুজরাটের সিদ্ধান্তের কারণে সাদা বলের ক্রিকেটে ভবিষ্যতের ভারতীয় অধিনায়ক হিসেবে দেখা যাচ্ছিল, সেই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেওয়ায় টাইটানস সমর্থকদের ক্ষোভ আছড়ে পড়েছে হার্দিকের উপর। অন্যদিকে রোহিতকে সরিয়ে হার্দিককে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হওয়ায় হিটম্যান ভক্তদের চক্ষুশূল হয়ে উঠেছেন তারকা অলরাউন্ডার। আর সেটার মিলিত ঢেউ রবিবার আছড়ে পড়েছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। হার্দিকের বিরুদ্ধে কতটা ‘জনরোষ’ তৈরি হয়েছে, সেটা টের পাওয়া গিয়েছে। লাগাতার তাঁকে কটূক্তির মুখে পড়তে হয়েছে। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিয়ো দেখিয়ে দাবি করা হয়েছে যে ম্যাচের মধ্যেই আমদাবাদের মাঠে একটি কুকুর ঢুকে এসেছে। আর তখন গ্যালারি থেকে ‘হার্দিক, হার্দিক’ বলে চিৎকার করা হচ্ছে।
রবিবার ১৫ তম ওভারে আমদাবাদের মাঠে একটি কুকুর ঢুকে আসে। সেইসময় বল করছিলেন হার্দিক। তিনি দ্বিতীয় বল করার আগেই মাঠে একটি কুকুর ঢুকে আসে। আর সেইসময় গ্যালারি থেকে ‘হার্দিক, হার্দিক’ বলে চিৎকার শুরু হয় বলে ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখিয়ে দাবি করেছেন নেটিজেনরা। একজন বলেন, ‘আমদাবাদের দর্শকরা কবে এরকম নির্মম হয়ে গেল? একটি কুকুর মাঠে ঢুকে আসায় হার্দিক-হার্দিক বলে চিৎকার করছে।’
সেই রেশ ধরেই এক নেটিজন আক্ষেপ করে বলেছেন, ‘যে দেশে ক্রিকেটারকে পুজো করা হয়, সেই দেশে কোনও খেলোয়াড়কে নিজের রাজ্যে এরকম অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে বলে কখনও শোনা যায়নি। কখনও এরকম হয়নি। কিন্তু ওঁর নিজের জন্যই এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। রোহিত শর্মার প্রতি যে আচরণ করেছেন, সেজন্য হার্দিক পান্ডিয়ার উপর থেকে সমস্ত শ্রদ্ধা চলে গিয়েছে।’
তারইমধ্যে সোশ্যল মিডিয়ায় আরও একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে আমদাবাদের গ্যালারিতে একজন ব্যক্তিকে মারধর করছেন অনেকে। নেটিজেনরা দাবি করেছেন যে রবিবারের ম্যাচের সময় গ্যালারিতে এক হার্দিক ফ্যানকে মারধর করেছেন রোহিতের ভক্তরা। যদিও আদৌও সেই ঘটনা ঘটেছে কিনা, তা নিয়ে নিরাপত্তাবাহিনীর তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি।