ভারতীয় দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে। আর মাত্র দুটো ম্যাচ। সেই দুটো ম্যাচে জিততে পারলেই বহুকাঙ্খিত ট্রফি চলে আসবে টিম ইন্ডিয়ার দখলে। প্রায় ১১ বছর পর আইসিসির কোনও ট্রফি জিতবে ভারত। ২০০৭ সালের পর থেকে আর টি২০ বিশ্বকাপ জেতা হয়নি ভারতের। এবারেও টিম ইন্ডিয়া ছুটছে একেবারের অশ্বমেধের ঘোড়ার মতোই। সোমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে গেছে ভারত, এবার সামনে ইংল্যান্ড। সেই ইংল্যান্ড যারা গত টি২০ বিশ্বকাপে ভারতীয় বোলারদের একরাশ লজ্জা দিয়েছিল। ফলে বদলার ম্যাচ ভারতের কাছে। এদিকে অস্ট্রেলিয়া ম্যাচে ফিল্ডিংয়ের সময় একাধিক ভুল করলেন উইকেটের পিছনে ঋষভ পন্ত, আর তাতেই মুখঝামটা খেলেন অধিনায়ক, সহ অধিনায়কের।
আরও পড়ুন-আম্পায়ারের সিদ্ধান্ত অসন্তোষ প্রকাশ! আইসিসির শাস্তির মুখে দঃ আফ্রিকার ক্রিকেটার
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঋষভ পন্তের দিনটা মোটেই ভালো যায়নি। ব্যাট হাতে করেন ১৪ বলে মাত্র ১৫ রান, এই স্ট্রাইক রেট সচরাচর তাঁর ব্যাটে দেখা যায়না। এরপর ফিল্ডিং করতে নেমেও একাধিক ভুল করলেন পন্ত, যার ফলে ম্যাচ ভারতের হাতের নাগালের বাইরেও চলে যেতে পারত। এর জেরেই রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার বকা খেলেন ভারতের উইকেটরক্ষক। প্রথমে মিচেল মার্শের ওঠা ক্যাচ নেননি পন্ত। ডাইভ দিলেই বল তাঁর গ্লাভসে চলে আসত, কিন্তু কাছাকাছি গিয়েও ডাইভ না দিয়ে ক্যাচ ছেড়ে দেন। তাতেই বেজায় চটেন রোহিত। ভালো রকম বকা ঝকা করতে দেখা যায় অধিনায়ককে।
আরও পড়ুন-‘ইমরানের মতো তুমিও লোককে বোকা বানাও’…বাবর আজমকে নিয়ে ব্যঙ্গ পাকিস্তান সাংসদের
ম্যাচের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার কাছেও বকা খেলেন পন্ত। ২০তম ওভারের চতুর্থ বলে মিচেল স্টার্ক মিস হিট করায় বল চলে আসে পন্তের কাছে। অঙ্কের নিরিখে তখন ম্যাচ ভারতের দখলে। তবুও পন্ত উইকেটের পিছনে থেকে বেশ জোরে বল উইকেট লক্ষ্য করে থ্রো করেন। কিন্তু বল উইকেটে লাগেনি, এরপর ওভার থ্রো রুখতে বল আটকান হার্দিক। কিন্তু জোরালো থ্রোতে আঘাত পান তিনি। এরপরই পন্তকে বকা দেন ভারতের সহ অধিনায়কও। পন্ত বুঝতে পারেন এক্ষেত্রে তিনি যেই কাজটা করেছেন, তা একদম ঠিক নয়। এরপর ব্যাথায় কাবু হার্দিক বারবার হাত ঝাড়তে থাকেন।
আরও পড়ুন-ভিডিয়ো-বল খুঁজতে খুঁজতে স্টেজের তলায় বিরাট কোহলি! ছোটবেলার স্মৃতি মনে করাল কোহলি
অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর দুটি দায়িত্বজ্ঞানহীন ভুল করায় তাঁর ওপর বিরক্তি প্রকাশ করেন রোহিত এবং হার্দিক। এর আগে ব্যাটিংয়ের সময়ও এবারের প্রতিযোগিতায় দেখা গেছে বেশ কয়েকবার অযথা ঝুঁকি নিয়ে আউট হয়েছেন তিনি। অর্থাৎ দলকে তিনি নির্ভরতা দিলেও ফিনিশ করার মানসিকতা না দেখিয়ে স্রেফ নিজেই খেলা উপভোগ করতে গিয়ে আউট হয়েছেন, যা নিয়ে বিরাট কোহলিও তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। যদিও ম্যাচ জেতায় টিম ইন্ডিয়া আপাতত এসব নিয়ে না ভেবে শেষ দুই ম্যাচেই ফোকাস করছে।