শুক্রবারই ৩১ বছর পূর্ণ করলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া। গত বছরটা তার কাছে গেছে ভালো খারার সব মিলেমিশে। ওডিআই বিশ্বকাপে সুযোগ পাওয়ার পরেও চোটের জন্য ছিটকে গেছিলেন। এরপর মুম্বই ইন্ডিয়ানসের তরফ থেকে বিপুল পরিমাণ অর্থের প্রস্তাব এবং অধিনায়কত্বের প্রস্তাব পেয়ে মুম্বইতে গেছিলেন। কিন্তু সেখানে তাঁর ইনিংস খুব একটা ভালো হয়নি। দল আইপিএলে তলানিতে ছিল, আর দলের ভিতরেও ছিল কোন্দল।
আগের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়। এরপর মুম্বইয়ের ডেরাতেই হার্দিক অনেকটা অসহায় হয়ে পড়েছিলেন। দল যেমন খারাপ খেলেছিল, তেমন নিজেও ছন্দে ছিলেন না। এরপর অবশ্য টি২০ বিশ্বকাপে সুযোগ পেয়ে নিজেকে উজার করে দেন। চ্যাম্পিয়ন হন এই ফরম্যাটের বিশ্বকাপ। ফাইনালে তাঁর অলরাউন্ড পারফরমেন্স দলকে জয় এনে দিতে সাহায্য করে।
আরও পড়ুন-‘আমাদের ভালোবাসার টেনিসকে তুমি গর্বিত করেছ,’ রাফার অবসরে আবেগঘন বার্তা ফেডেরারের…
নিজের জন্মদিনে অবশ্য খুব একটাও খুশি দেখালো না এই তারকাকে। হার্দিক পাণ্ডিয়া বলছেন, ‘একদিক থেকে যেগুলো হচ্ছে, সেগুলো ঠিকই আছি। আমার মনে হয় জীবন শাস্তি দেয় না, জীবন শেখায়। আর আমিও তাই শিখছি। ১৬ বছর বয়সে আমি যা ছিলাম, এখন আমি আর তা নই। তখন আমার কাছে কোনও সুযোগ সুবিধা ছিল না, পরিশ্রম করেই আমি আমার সুযোগ তৈরি করেছি। সাফল্যের দরজা খুলতে পেরেছি ’।
আরও পড়ুন-ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে…
হার্দিক আরও যোগ করছেন, ‘সাফল্য কোনও কিছুরই গ্যারান্টি দেয় না। তবে সাফল্য ধরে রাখা যায়। মেহতন করে যেতে হবে, তাহলে ধারাবাহিকতা বজায় রাখা যায়। আর সব সময়ই হাসতে থাকো। কখনও কখনও জীবন একটু কঠিন পরিস্থিতিতে ফেলে। জীবনে একটু ওপর নিচ হয়, আর সেটা ঠিক আছে। আমি নিজের জীবনে অনেকবারই সেরকম পরিস্থিতির মধ্য দিয়ে গেছি ’।
আরও পড়ুন-প্রথম ইনিংসে ৫৫৬ করেও ইনিংস ও ৪৭ রানে হার! নিজেদের পুরনো লজ্জার রেকর্ড ভাঙল পাকিস্তান দল…
সার্বিয়ান সুন্দরী নাতাশা স্ট্যাঙ্কোভিচের সঙ্গে বিয়ের পর তাঁদের সন্তানের জন্ম হয়। তবে সম্প্রতি তাঁদের দুজনের বিচ্ছেদ হয়ে যায়। এরপর শুক্রবার ক্রিকেটমহলের অনেকেই ভারতীয় অলরাউন্ডারকে শুভেচ্ছা জানালেও , হার্দিকের প্রাক্তন স্ত্রী এখনও পর্যন্ত সোশাল নেটওয়ার্কিং হার্দিককে শুভেচ্ছা জানান নি। আদৌ জানাবেন কিনা, সেই নিয়েও সন্দেহ রয়েছে।