বেলার দিকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হয়। প্রায় সঙ্গে-সঙ্গে নিজের 'নয়া' দল মুম্বই ইন্ডিয়ান্সকে স্পেশাল বার্তা দেন হার্দিক পান্ডিয়া। অথচ যে দল তাঁকে অধিনায়ক করেছিল এবং যে দলে তাঁকে শেষ দু'বছর ছিলেন, সেই গুজরাট টাইটানসের জন্য একটা শব্দও উচ্চারণ করেননি। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে থাকেন নেটিজেনদের একাংশ। অবশেষে প্রায় পাঁচ ঘণ্টা পরে গুজরাট টাইটানসকে ধন্যবাদ জানালেন হার্দিক। গুজরাট টাইটানসের সমর্থক, দল এবং ম্যানেজমেন্টকে আন্তরিক কৃতজ্ঞতা জানান ভারতীয় দলের তারকা অলরাউন্ডার। তবে তারপরও অসন্তোষ প্রকাশ করলেন নেটিজেনদের একাংশ। তাঁকে ‘গদ্দার’-ও বলা হয়।
এমনিতে চরম নাটকীয়তার পরে সোমবার বেলার দিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে গুজরাট ছেড়ে মুম্বইয়ে ফিরে যাচ্ছেন হার্দিক। তারপর সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ গুজরাটকে নিয়ে মুখ খোলেন তারকা অলরাউন্ডার। তিনি বলেন, ‘আমি গুজরাট টাইটানসের সমর্থক, দল এবং ম্যানেজমেন্টকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। এই দলটার সদস্য হতে পেরে, দলটাকে নেতৃত্ব দিতে পেরে অত্যন্ত গর্ববোধ করছি। আমার পরিবার এবং আমি যে ভালোবাসা এবং উৎসাহ পেয়েছি, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। সেটা খেলোয়াড় হিসেবে হোক বা ব্যক্তি হিসেবে হোক। গুজরাট টাইটানসের যে অভিজ্ঞতা হয়েছে আমার, সেটা চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গায় থাকবে। এই অবিস্মরণীয় যাত্রার জন্য ধন্যবাদ।’
তবে হার্দিকের সেই বার্তায় একেবারেই সন্তুষ্ট হননি নেটিজেনদের একাংশ। এক নেটিজেন বলেন, 'নাটক কর না।' এক নেটিজেন আবার বলেন, 'টাকাই সবকিছু। বেকার নাটক করার দরকার নেই।' অপর একজন আবার বলিউড সিনেমা 'চক দে ইন্ডিয়া'-র একটি দৃশ্যের ছবি পোস্ট করেন। যাতে লেখা ছিল 'গদ্দার'। একজন বলেন, ‘একেই বলে যে কাটা ঘায়ে নুনের ছিটে।’
অনেকেই অবশ্য হার্দিককে শুভেচ্ছা জানিয়েছেন। মুম্বইয়ে যাতে সাফল্য পান, সেই কামনা করেছেন নেটিজেনদের একাংশ। একজন বলেন, ‘এই সিদ্ধান্তে গুজরাট টাইটানসের অনেক ভক্ত এবং হার্দিকের অনেক সমর্থকের আঘাত লেগেছে। মেগা নিলামের আগে এই বিষয়টা হলে ভালো হত। ২০২৪ সালেও গুজরাট টাইটানসের অধিনায়কত্ব করতে পারতেন।’