আইসিসি টি২০ বিশ্বকাপে নজর কেড়েছেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় বল এবং ব্যাট হাতে দুই বিভাগেই নজর কেড়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। অবশ্য কয়েক সপ্তাহ আগে পর্যন্ত তাঁর সঙ্গে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সে হওয়া তিক্ততা নিয়ে চিন্তিত ছিলেন সকলে। আইপিএলে তাঁর অফ ফর্মের জন্য অনেকেই তাঁকে বাদ দেওয়ার পক্ষপাতি ছিলেন টি২০ বিশ্বকাপের দল থেকে। হার্দিক অবশ্য ফিরেছেন রাজার মতোই। একেবারে চেনা মেজাজে। বল হাতে নিচ্ছেন উইকেট, ব্যাট হাতেও দলের প্রয়োজনের সময় সামাল দিয়েছেন সত্যিকারের নেতার মতোই। বাংলাদেশের বিপক্ষে দলকে জেতানোর পর ম্যাচের সেরা পুরস্কার পান হার্দিক। সেই পুরস্কার হাতেই ভগবানকেই ধন্যবাদ জানালেন এই তারকা অলরাউন্ডার।
আরও পড়ুন-বিশ্বকাপ জিতলেও বিশ্বকাপ ফাইনালে ম্যাচ ফিনিশ করতে পারেননি, আক্ষেপ রয়েছে গম্ভীরের
এবারের টি২০ বিশ্বকাপে তেমন বোলিং করতে দেখা যায়নি আরেক অলরাউন্ডার শিবম দুবেকে। তাঁর সেই ঘাটতি অবশ্য ঢেকে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ব্যাটের পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে নিয়েছেন উইকেট। পাকিস্তান ম্যাচে তাঁর নেওয়া শাদাব খান এবং ফখর জামানের উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে ছিল, কারণ লো স্কোরিং ম্যাচে ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে দুই ব্যাটারের উইকেট নিয়েছিলেন। আফগানিস্তানের বিপক্ষেও করেছিলেন ৩২ রান। বাংলাদেশের বিপক্ষেও ব্যাটে-বলে জ্বলে উঠলেন হার্দিক।
আরও পড়ুন-বিশ্বকাপের সময় টিপ্পনি, সমালোচকদের শায়েস্তা করতে এবার আদালতে বাবর আজম!
নাজমুল হোসেন শান্তর দলের বিপক্ষে ২৭ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। এরপর বল হাতে তুলে নেন ওপেনার লিটন দাসের উইকেট। ভারতীয় দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম উইকেটটি নেন হার্দিকই। ম্যাচের পর ভারতের সহ অধিনায়ক বললেন, ‘আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি আজ। নিজেদের প্ল্যান অনুযায়ী আমরা সংঙবদ্ধ হয়ে খেলেছি। বাংলাদেশের ব্যাটাররা হাওয়ার গতি কাজে লাগানোর চেষ্টা করছিল, কিন্তু আমি চেষ্টা করেছি যাতে ওরা হাওয়া কাজে লাগাতে না পারে। আমরা এখনও অনেক উন্নতি করতে পারি। বিশেষ করে পরপর উইকেট খোয়ানো আমাদের বন্ধ করতে হবে, বাকি আমাদের সব ঠিকই আছে। দেশের জন্য খেলতে পেরে আমি গর্বিত। বিশ্বকাপের সময় চোট পেয়েছিলাম, চেষ্টা করে ছিলাম ফিরে আসার। ভগবানও আমার জন্য অন্য কিছু প্ল্যান তৈরি করে রেখেছিল। ভাগ্য তাঁরই সহায় হয় যে কঠোর পরিশ্রম করে, আমারও ক্ষেত্রে তাই হয়েছে ’ ।
আরও পড়ুন-‘ইমরানের মতো তুমিও লোককে বোকা বানাও’…বাবর আজমকে নিয়ে ব্যঙ্গ পাকিস্তান সাংসদের
এবারের টি২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতের ধারাবাহিক পারফর্মারদের মধ্যে অন্যতম হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে তিনটি ইনিংসে সুযোগ পেয়ে করেছেন ৮৯ রান। বল হাতে নিয়েছেন ৮ উইকেট। আইপিএলের সময় টানা সমর্থকদের কটুক্তি শুনতে হয়েছিল, সব অপমানের জবাব বিশ্বকাপের মঞ্চেই দিলেন হার্দিক।