এখন দেশের সমস্ত ক্রিকেট ভক্তরা জানেন যে টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং তার বড় ভাই ক্রুনাল পান্ডিয়ার শৈশব দিনগুলিতে অনেক সংগ্রাম করেছিলেন। কীভাবে তাদের বাবা তাদের জন্মস্থান ছেড়ে বরোদায় বসতি স্থাপন করেছিলেন, কীভাবে দুই ভাইকে ক্রিকেটার বানানোর জন্য লড়াই করেছিলেন তিনি। সবটাই বর্তমানে সকলেই জানেন।
কেমন ছিল হার্দিক পান্ডিয়ার সেই সংগ্রামের দিন-
কীভাবে দুই ভাই সংগ্রামের দিনগুলিতে ম্যাগি খেয়েই কাটিয়ে দিতেন। তাদের সংগ্রামের দিনগুলোর একাধিক গল্প বারবার প্রকাশিত হয়েছে। এই সংগ্রামগুলির দিন গুলো বারবার প্রমাণিত হয়েছে। তবে সেই দিন গুলোর কথা আজও ভুলে যাননি হার্দিক পান্ডিয়া। সেই দিনে যারা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন তাদের আজও মনে রেখেছেন হার্দিক পান্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি ভিডিয়ো বর্তমানে ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… PMXI vs IND ম্যাচ খেলার বদলে কোথায় গিয়েছিলেন কোহলি-বুমরাহ! সামনে এল দুই তারকার ভিডিয়ো
টেনিস বলের টুর্নামেন্ট খেলতে যেতেন হার্দিক-
এই ভিডিয়োতে দেখা যাচ্ছে আজকাল একজন টেনিস বল নির্বাচককে ধন্যবাদ জানাচ্ছেন হার্দিক পান্ডিয়া। ভিডিয়োতে, পান্ডিয়া বলছেন সেই দিনগুলিতে তিনি কীভাবে ম্যাচ ফি হিসাবে চারশো টাকা করে পেতেন। সেই দিনে ওই চারশো টাকা যে হার্দিকের অনেক উপকারে এসেছে তাও মনে রেখেছেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন… BGT 2024-25: বিরাট অতীত, এবার রোহিতের পাঞ্চলাইন দিয়েই সতীর্থদের হাসানোর চেষ্টা সিরাজের
সেই দিনে কত টাকা করে পেতেন হার্দিক পান্ডিয়া
আসলে ছোট বেলায় পান্ডিয়া ভাইয়েরা গুজরাটের প্রত্যন্ত গ্রামে লেদার এবং টেনিস বল টুর্নামেন্ট খেলতে যেতেন। এই ম্যাচে হার্দিক পান্ডিয়া প্রতি ম্যাচে চারশো থেকে পাঁচশো টাকা করে পেতেন। এবং হার্দিক স্বীকার করেছেন যে সেই ম্যাচগুলির ফি তাকে প্রাথমিক সংগ্রাম কাটিয়ে উঠতে অনেক সাহায্য করেছিল। এই সময়ে একটি ভিডিয়ো প্রকাশ পেয়েছে, যেখানে তাঁকে এক কোচের সঙ্গে কথা বলতে দেখা যায়। ভিডিয়োতে দেখাযাচ্ছিল স্থানিয় ভাষায় সেই ব্যাক্তিকে ধন্যবাদ জানিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই সময়ে তিনি বলেন, ‘তোমার দেওয়া সেই চারশো টাকা তখন আমার অনেক উপকার করেছিল।’
আরও পড়ুন… PMXI vs IND: ম্যাচের মাঝে মাঠের মধ্যেই সরফরাজ খানকে 'ঘুষি মারলেন' রোহিত শর্মা! ভাইরাল হচ্ছে ভিডিয়ো
দেখুন সেই ভিডিয়ো-
হার্দিক পান্ডিয়া ধন্যবাদ জানিয়েছেন
এই ভিডিয়োটিতে হার্দিক পান্ডিয়ার নম্রতা দেখাচ্ছিল। এই ভিডিয়োতে হার্দিকের সংগ্রামের দিনগুলি মনে করছেন। উপরন্তু, তিনি টেনিস-বল নির্বাচকের ভূমিকাও গ্রহণ করেছিলেন। যা তার ক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করেছিল। নির্বাচক যাকে হার্দিক পান্ডিয়া ধন্যবাদ জানিয়েছেন, খেলার প্রতি টিম ইন্ডিয়ার অলরাউন্ডারের আবেগ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।