রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার সম্পর্কের রসায়ন নিয়ে জল্পনায় ইতি পড়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। রবিবার আমদাবাদে গুজরাট ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের পরে বরং জলঘোলা আরও বেড়ে গিয়েছে। তারইমধ্যে আরও একটি ভিডিয়ো সামনে এল। যে ভিডিয়োয় দেখা গিয়েছে যে রোহিতকে পিছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা করছেন হার্দিক। কিন্তু তাতে মোটেও প্রসন্ন হননি ভারতের অধিনায়ক। হার্দিকের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মুম্বইয়ের নয়া অধিনায়কের দিকে মুখ ঘুরিয়ে নিজের স্বভাবসিদ্ধ স্টাইলে কিছু বলতে থাকেন রোহিত। তাঁর মুখ দেখে মনে হচ্ছিল যে একেবারে নিজের ‘শানা’ (নিজের স্টাইল বলেন রোহিত) স্টাইলে কোনও বিষয় নিয়ে বিরক্তি প্রকাশ করছেন। তারপর কিছু বোঝাতেও দেখা যায় রোহিতকে। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
যে ঘটনাটি ম্যাচ শেষ হওয়ার পরে ঘটেছে। আমদাবাদে ছয় রানে হারের পরে মাঠের মধ্যে দাঁড়িয়ে গুজরাটের আজমতউল্লাহ ওমরজাই এবং গুজরাটের অপর একজনের সঙ্গে কথা বলছিলেন রোহিত। সেখান দিয়ে যাওয়ার সময় আচমকা পিছন থেকে রোহিতকে জাপটে ধরার চেষ্টা করেন হার্দিক। সেই আলিঙ্গনে একেবারেই সন্তুষ্ট হননি রোহিত। দ্রুত হার্দিককে ছাড়িয়ে দেন এবং তাঁর দিকে ঘুরে চোখে-মুখে বিরক্তি একরাশ নিয়ে কিছু বলতে থাকেন।
একেবারে চেনা স্টাইলে হাত তুলে হার্দিককে কিছু বলতে থাকেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক তথা ভারতের অধিনায়ক রোহিত। সম্ভবত কোনও একটা বিষয় নিয়ে বিরক্তি প্রকাশ করছিলেন। সেই বিষয়টা ঠিক কী, তা অবশ্যই বোঝা যায়নি। তবে রোহিতের সেই কথার প্রেক্ষিতে কিছুটা হাত তুলে হার্দিককে কিছু একটা বলতে দেখা যায়। রোহিতের হাবভাব দেখে মনে হয় যে সেটাও মনে ধরেনি তাঁর। পাখি পড়ানোর মতো কিছু বোঝাতে থাকেন হার্দিককে। মুম্বইয়ের নয়া অধিনায়ক মাঝেমধ্যে মুখ খুলে কিছু বলার চেষ্টা করলেও রোহিত নিজের স্টাইলে কথা বলে যেতে থাকেন।
সেই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর সেই ভিডিয়োয় হার্দিকের আচরণ দেখে বিরক্তিপ্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। এক নেটিজেন বলেন, 'হার্দিক কেন নিজেকে রোহিতের খুব কাছের লোক বলে দেখানোর চেষ্টা করছেন? এই অভ্যুত্থানের (মুম্বইয়ে ফিরে অধিনায়কত্ব করা) পরিকল্পনা করার আগে যদি (রোহিতের প্রতি) ভালোবাসা ও শ্রদ্ধা দেখাতেন, তাহলে বিষয়টা একেবারে আলাদা হত।' অপর এক নেটিজন বলেন, ‘রোহিতের সঙ্গে বন্ধুত্বের নাটক করছেন হার্দিক।’
একজন আবার অনুমান করেন যে হার্দিককে কী বলেছেন রোহিত। তিনি বলেন, '(রোহিত বলেছেন) আরে ভাই, তোর কী চাই! কেন আমার পিছনে পড়ে আছিস? খেয়েদেয়ে কাজ নেই নাকি।' অপর এক নেটিজেন বলেন, ‘হার্দিকের আলিঙ্গনে আর কোনও কাজ হচ্ছে না।’ তবে বিষয়টা এতটা জটিল করে দেখতে রাজি নন এক নেটিজেন। তিনি বলেন, ‘আরে ভাই, ওঁরা দু'জনই ভারতীয় দলের খেলোয়াড়। এবার ওঁর (হার্দিকের) জন্য খারাপ লাগছে।’