শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদব এবং কোচ হিসেবে গৌতম গম্ভীর নিজেদের প্রথম সিরিজেই সসম্মানে পাশ করেছেন তা বলাই যায়। এক ম্যাচ বাকি থাকতেই আওয়ে সিরিজ একটিও ম্যাচ না হেরে জিতে গেছে ভারত। প্রথম টি২০ ম্যাচে যাও বা প্রতিরোধ গড়ে তুলেছিল শ্রীলঙ্কা দল, দ্বিতীয় ম্যাচে তো তাঁরা দাঁড়াতেই পারেননি। ডিএলএস মেথডে সাত উইকেট হাতে রেখে ৯ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল। বল এবং ব্যাট, দুই বিভাগেই নজর কাড়েন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। বল হাতে উইকেট নেওয়ার পর চেনা ঢংয়ে নিজের কুল সেলিব্রেশন।
আরও পড়ুন-এত পাত্তা দেওয়ার কি আছে! নাম না করে দিল্লির গম্ভীরকে কটাক্ষ মুম্বই প্রাক্তনীর
বর্তমানে ভারতীয় ক্রিকেটে চর্চার অন্যতম মুখই হয়ে উঠেছেন হার্দিক পাণ্ডিয়া। ভারতের এই অলরাউন্ডারের রোহিত শর্মা পরবর্তী অধিনায়ক হওয়ার কথা থাকলেও গৌতম গম্ভীর কোচের পদে এসে তাঁর দিকে ঝোঁকেননি। বরং অধিনায়ক করে এনেছেন মুম্বইয়ের সূর্যকুমার যাদবকে। হার্দিককে রাখা হয়নি ওডিআই ফরম্যাটেও। মূলত ফিটনেসের দোহাই দিয়ে তাঁকে ওডিআই ফরম্যাট থেকে বাদ দেওয়া হয়েছে। স্পষ্ট করেই জানানো হয়েছে, হার্দিককে দলে আসতে গেলে ১০ ওভার বোলিংয়ের ফিটনেস প্রমাণ করতে হবে ঘরোয়া ক্রিকেটে। বোলিং নিয়ে এত কথার মধ্যেই এবার উইকেট নিয়ে নিজের চেনা ঢংয়ে সেলিব্রেশন করলেন বরোদার এই তারকা ক্রিকেটার।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ২ ওভার বল করে ২৩ রান দিয়ে জোড়া উইকেট তুলে নেন হার্দিক। বল হাতে রান দিলেও তাঁর নেওয়া দুটি উইকেট ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ শ্রীলঙ্কা দলের যেই দুুই ব্যাটারকে হার্দিক এক ওভারে আউট করেন, তাঁরা দুজনেই তখন সেট হয়ে গেছিলেন এবং ভারতীয় বোলারদের শাসন করছিলেন। কুশল পেরেরা হার্দিক পাণ্ডিয়ার বলে একটি ছয় মারার কিছুক্ষণের মধ্যেই তাঁকে আউট করেন তিনি। ৫৩ রান করে রিঙ্কু সিংয়ের হাতে ধরা দেন কুশল, এরপরই নিজের চেনা কুল সেলিব্রেশন করেন হার্দিক। ভাবখানা এমন, যেন এটা একটা সামান্য উইকেট। এছাড়াও আরেক সেট ব্যাটসম্যান কামিন্দু মেন্দিসকে তাঁর আগেই ২৬ রানে সাজঘরে ফেরান হার্দিক পাণ্ডিয়া।
আরও পড়ুন-অলিম্পিক্সে ঘুরে দাঁড়াল আর্জেন্তিনা! ইরাককে হারাল ৩-১ গোলে! জিতল স্পেন,জাপান,ফ্রান্সও…
ব্যাট হাতে ৯ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন হার্দিক পাণ্ডিয়া। সেই সুবাদেই তাঁঁর দল সহজ জয় পায়। হার্দিকের এমন কুল সেলিব্রেশন অবশ্য এই প্রথম নয়। টি২০ বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে শাদাব খানের উইকেট নিয়েও এমন মজাদার সেলিব্রেশন করতে দেখা গেছিল হার্দিককে।