টি-২০ ক্রিকেটে স্বপ্নের দৌড় চলছে ভারতের। জুন মাসে রোহিত শর্মার হাত ধরে টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল দেশবাসী। এরপরেই ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। দলের নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয় সূর্যকুমার যাদবকে। তবে সবাই ভেবেছিল রোহিতের অবসরের পর টি-২০ ক্রিকেটে ভারতকে অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া। কিন্তু বাস্তবে তা হয়নি। তাই বলে কিন্তু সূর্যকুমার এবং হার্দিকের সম্পর্কে কোনও প্রভাব পড়েনি। সেটাই প্রমাণ হল বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে। ম্যাচের শেষে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীর সম্পর্কে হার্দিক যা বললেন, তাতে মন জয় করে নিলেন সকলের।
বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় ভারত। প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হন হার্দিক পান্ডিয়া। এরপরেই তিনি এই জন্য কোচ এবং অধিনায়ককে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘অধিনায়ক এবং কোচ যে ধরনের স্বাধীনতা দিয়েছেন, তা পুরো গ্রুপের জন্য দুর্দান্ত। সেটাই প্রত্যেক খেলোয়াড়ের খেলায় প্রভাব ফেলছে। দিনের শেষে, এই খেলাটি যদি আপনি উপভোগ করতে পারেন, তবে আপনি নিজের থেকে সর্বোচ্চটা পেতে পারেন। যখন ড্রেসিং রুম উপভোগ করছে, যখন সবাই প্রত্যেকের সাফল্য উপভোগ করছে, তখন আপনি আরও এরম কিছু করতে চাইবেন’।
নিজের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে হার্দিক জানান, তিনি আগের থেকে অনেক বেশি ফিট এবং চাপ সঠিকভাবে সামলানোর কারণে মাঠে আরও বেশি সফলতা পাচ্ছেন। তিনি বলেন, ‘আমি মনে করি এটি অনেক অবদান রেখেছে। শরীর ভালো রয়েছে, ঈশ্বর আমাকে সাহায্য করার জন্য সদয় হয়েছেন। প্রক্রিয়া চলতে থাকে, কিছুই পরিবর্তন হয় না’। ম্যাচের তাঁর সেরা শট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, হার্দিক কভার অঞ্চলে মারা হেলিকপ্টার চিপ শটের কথা স্মরণ করেন।
প্রসঙ্গত, শনিবার ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজের শেষ ম্যাচ ছিল। প্রথমে ব্যাট করে ভারত ২৯৭ রান করে। ৪৭ বলে ১১১ রানের অনবদ্য ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। ৩৫ বলে ৭৫ রান করেন সূর্যকুমার এবং ১৮ বলে ৪৭ রান করেন হার্দিক। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান করতেই সক্ষম হয় বাংলাদেশ। বল হাতে ৩টি উইকেট নেন রবি বিষ্ণোই এবং ২টি উইকেট নেন মায়াঙ্ক যাদব। এর আগে ভারত ২টি টি-২০ ম্যাচে জয় পেয়েছিল, শেষ ম্যাচ জিতে টেস্টের মতো ২০ ওভারের ক্রিকেটেও টাইগারদের হোয়াইটওয়াশ করল ভারত।