পাকিস্তানের তারকা ফাস্ট বোলার হ্যারিস রউফ এবং ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের ওপেনার ড্যানি ওয়াট হজ ICC-র নভেম্বর মাসের সেরা প্লেয়ার নির্বাচিত হলেন। এনিয়ে পর পর দু’মাস ICC-র POTM অ্যাওয়ার্ড পেল পাকিস্তান। অক্টোবর মাসের সেরা খেলোয়াড় হিসেবে এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন নোমান আলি। এই মাসে হ্যারিসের সঙ্গে লড়াইয়ে ছিল জসপ্রীত বুমরাহ এবং মার্কো জানসেন।
তবে সবাইকে পিছনে ফেলে এই অ্যাওয়ার্ড নিজের নামে করেন পাক পেসার। গতমাসে পাকিস্তানের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন হ্যারিস। তিনি দেশের জার্সিতে ৬টি ওডিআই এবং ৩টি টি-২০ ম্যাচ খেলেছিলেন। অস্ট্রেলিয়া সফরে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন হ্যারিস। অ্যাডিলেডে ওডিআই ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন। ৩ ম্যাচে মোট ১০ উইকেট নেন তিনি, যার ফলে পাকিস্তান ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জিতে নেয়।
এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজেও নিজের অসাধারণ ফর্ম বজায় রাখেন হ্যারিস রউফ। পাকিস্তান হারলেও তিনি ৫ উইকেট নিয়েছিলেন ৩ ম্যাচে, যার মধ্যে ৪ উইকেট নিয়েছিলেন দ্বিতীয় টি-২০-তে। এরপর জিম্বাবোয়ে সফরেও ওডিআই সিরিজে ৩ উইকেট নেন হ্যারিস। সব মিলিয়ে নভেম্বরে মোট ১৮ উইকেট নেন তিনি। ICC-র POTM অ্যাওয়ার্ড পাওয়ার পর রউফ বলেন, ‘ICC-র প্লেয়ার অফ দ্য মন্থ নির্বাচিত হয়ে সম্মানিত। এই জয়ের কৃতিত্ব শুধুমাত্র আমার নয়, এটা গোটের দলের কৃতিত্ব। দলের এবং সমর্থকদের সমর্থন ছাড়া এটা অর্জন করা সম্ভব হতো না।’
তিনি আরও যোগ করেন, ‘পাকিস্তানের জার্সি গায়ে চাপানোটা সবসময় গর্বের। আর এরকম মুহূর্তগুলি আরও বেশি করে কঠোর পরিশ্রম করার জন্য উদ্বুদ্ধ করে। নিজের ক্ষমতার থেকে বেশি কিছু করতে সাহায্য করে। আমি এই অ্যাওয়ার্ডটা সেই সকল মানুষকে উৎসর্গ করছি যারা আমার পাশে থেকেছে সব সময়। আশা করব পাকিস্তান ক্রিকেটকে আগামীতেও আরও সাফল্য এনে দিতে পারব।’
অন্য দিকে মহিলাদের ক্রিকেটে এই অ্যাওয়ার্ড জিতেছেন ড্যানি ওয়াট হজ। তিনি ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন। ICC-র POTM জিতে ড্যানি বলেন, ‘আমি এই অ্যাওয়ার্ড জিততে পেরে সম্মানিত। আমি আমার দলের প্লেয়ার এবং কোচদের ধন্যবাদ জানাব। তারা সবসময় আমার পাশে থেকেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে আমাদের দল অসাধারণ পারফরম্যান্স করেছে। ব্যক্তিগত ভাবে বিষয়টা আমার কাছে খুবই আনন্দের। অ্যাশেজের মতো বড় টুর্নামেন্ট আসতে চলেছে আগামী বছর, তার আগে এরকম কিছু পাওয়াটা বাড়তি অনুপ্রেরণা দেয়।’