জঘন্য ফিল্ডিংয়ের মাঝে ব্যতিক্রমী প্রয়াস হ্যারিস রউফের। সফল হতেই ধন্য ধন্য রব পাক ক্রিকেটমহলে। অবশ্য শুধু পাকিস্তানের ক্রিকেটমহলেই নয়, বরং হ্যারিসের একটি দুর্দান্ত ক্যাচ প্রশংসিত হচ্ছে ক্রিকেটবিশ্বে। শুক্রবার অকল্যান্ডে শাহিন আফ্রিদির বলে ফিন অ্যালেনের যে ক্যাচটি ধরেন হ্যারিস, তাকে যথার্থই অসাধারণ বলা চলে।
হ্যারিসকে এক্ষেত্রে যদি পাকিস্তানের জন্টি রোডস আখ্যা দেওয়া হয়, তবে একই ম্যাচে শাদব খান দেখালেন পাক ফিল্ডিংয়ের আসল চেহারা। হ্যারিস রউফের বলে চাপম্যানের যে শটে দু'পায়ের ফাঁক দিয়ে বল গলিয়ে বসেন শাদব, তাতে এক রান পাওয়াও মুশকিল হতো কিউয়ি ব্যাটারের। অথচ চাপম্যানকে এক্ষেত্রে চার রান উপহার দেন শাদব।
শুক্রবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে মাঠে নামে পাকিস্তান। টস জিতে হোম টিম নিউজিল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। ম্যাচের প্রথম ওভারেই পাকিস্তানকে সাফল্য এনে দেন শাহিন আফ্রিদি। তাঁর প্রথম ওভারের পঞ্চম বলে হ্যারিস রউফের হাতে ধরা পড়েন কিউয়ি ওপেনার ফিন অ্যালেন।
দুর্দান্ত ক্যাচ হ্যারিস রউফের
যদিও অ্যালেনের উইকেটটির ক্ষেত্রে বোলার শাহিনের থেকেও বেশি কৃতিত্ব প্রাপ্য ফিল্ডার হ্যারিসের। শাহিনের লেগ স্টাম্পের উপরে রাখা ফুল লেনথ ডেলিভারিতে ফ্লিক করেন অ্যালেন। ব্যাটে লাগার পরে তিরের গতিতে বাউন্ডারি লাইনের দিকে উড়ে যাচ্ছিল বল। শর্ট ফাইন লেগে ফিল্ডিং করা হ্যারিস এক্ষেত্রে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে নিজের ডানদিকে শরীর ছুঁড়ে দেন। শূন্যে ওড়া অবস্থাতেই এক হাতে বল লুফে নেন হ্যারিস। তাঁর এমন অবিশ্বাস্য ফিল্ডিংয়ের জন্যই খাতা খোলার আগে সাজঘরে ফিরতে হয় ফিন অ্যালেনকে।
হাস্যকর মিসফিল্ড শাদব খানের
হ্যারিসের এমন দুর্দান্ত ফিল্ডিংয়ের কিছুক্ষণ পরেই শাদব খান হাস্যকারভাবে মিসফিল্ডে একটি চার উপহার দেন নিউজিল্যান্ডকে। ইনিংসের ৪.৫ ওভারে হ্যারিস রউফের অফ-স্টাম্পের বাইরে রাখা ডেলিভারিতে হালকা ড্রাইভ শট মারেন বাঁ-হাতি ব্যাটার মার্ক চাপম্যান। মিড-অফে ফিল্ডিং করা শাদব খানের দিকে সোজা গড়িয়ে যায় বল। তেমন গতি না থাকা সত্ত্বেও বল ধরতে পারেননি শাদব। বল তাঁর দু'পায়ের ফাঁক দিয়ে চলে যায় বাউন্ডারি লাইনের বাইরে। যে শটে এক রানও আসত না, সেই শটেই চার রান উপহার পেয়ে যান চাপম্যান।
ফিন অ্যালেনকে সস্তায় ফেরানো গেলেও চাপম্যান রীতিমতো ধ্বংসাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন। মার্ক চাপম্যানই ব্যাকফুটে থাকা নিউজিল্যান্ডকে চাপ কাটিয়ে চালকের আসনে বসিয়ে দেন।