সম্প্রতি ভারতের মহিলা ক্রিকেট দলের বাইরে রয়েছেন শেফালি বর্মা। খারাপ ফর্মের কারণেই তাঁকে এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তবে তাঁর পাশে দাঁড়ালেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি আশাবাদী মহিলা বিশ্বকাপের আগে ঠিক নিজের ফর্ম ফিরে পাবেন শেফালি। ভারতীয় দল থেকে বাইরে রয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান যস্তিকা ভাটিয়া। তিনি ওমেন্স বিগ ব্যাশ লিগের ম্যাচে কব্জিতে আঘাত পেয়েছিলেন। বর্তমানে ভারতের মহিলা ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে রয়েছে। সেখানে তারা ৩টি ওডিআই ম্যাচ খেলবে। প্রথম ম্যাচটি রয়েছে বৃহস্পতিবার।
বুধবার ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক বলেন, ‘শেফালি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। অতীতে সে দেশের জন্য ভালো পারফর্ম করেছে। আমরা আশাবাদী সে আবার নিজের পুরোনো জায়গায় ফিরে আসবে এবং দলের জন্য ভালো পারফর্ম করবে।’ যস্তিকার জায়গায় দলে সুযোগ পেয়েছেন উমা ছেত্রী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজের জন্য ভারতীয় দলে ফিরে এসেছেন রিচা ঘোষ, হার্লিন দেওল, তিতাস সাঁধু, মিন্নু মানি। হরমনপ্রীত স্পষ্ট করেছেন যে তাঁর দলের লক্ষ্য একটাই- সেটা হল জয় পাওয়া। আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে মহিলা টি-২০ বিশ্বকাপ। তাকে কেন্দ্র করেই এখন সেরা ক্রিকেটারদের চিহ্নিত করতে নতুন নতুন কম্বিনেশন ব্যবহার করা হবে বলে জানান তিনি।
অস্ট্রেলিয়া সফরে উড়ে যাওয়ার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ভারত। তবে অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে হরমনপ্রীতদের। এখনও পর্যন্ত অজিদের বিরুদ্ধে ১৬টি ওডিআই ম্যাচ খেলেছে ভারতের মেয়েরা। জয় পেয়েছে মাত্র ৪টিতে। ২০২১ সালে শেষ সিরিজেও ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল ভারত। হরমনপ্রীত বলেন, ‘আমরা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলেছিলাম। তবে এখানে পরিবেশ অন্যরকম। তাই আমরা দ্রুত তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ‘
তিনি আরও যোগ করেন, ‘আমরা অন্য যেকোনও ফরম্যাটের থেকে ওডিআই খেলাটাকে বেশি উপভোগ করি। ওডিআই ক্রিকেট খেলার জন্য অপেক্ষা করে থাকি। আসন্ন বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারাটা একটা ভালো চ্যালেঞ্জ। আমরা এখানে আমাদের নিজেদের দক্ষতা দেখাতে পারব। আমরা এখানে গত দু’দিন ধরে অনুশীলন করছি, কঠোর পরিশ্রম করছি যাতে পরিবেশের সঙ্গে মানিয়ে উঠতে পারি। সবাই খুব ভালো অবস্থায় রয়েছে এবং নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি।’