ভারতীয় মহিলা দলের সিমিত ওভারের সিরিজ শুরু হচ্ছে রবিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই সিরিজের স্কোয়াড থেকেই বাদ পড়েছেন ওপেনার শেফালি বর্মা। তিনি অবশ্য তেমন ছন্দেও ছিলেন না। কিন্তু তাঁর দল থেকে বাদ পড়া নিয়ে প্রশ্ন আসতেই ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলে দিলেন, যারা এই বিষয় দেখে তাঁদের থেকেই শেফালির বাদ যাওয়ার কারণ জানার জন্য।
অস্ট্রেলিয়া সফরের ৫০ ওভারের সিরিজের আগেই দল থেকে বাদ পড়েছিলেন শেফালি বর্মা, কিন্তু তিনি এবার টি২০ দল থেকে বাদ পড়ায় প্রশ্ন উঠছে। কারণ ভারতীয় দলের টি২০ ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান চলতি বছরে করেছেন এই ওপেনার। এছাড়াও অরুন্ধতি রেড্ডির বাদ যাওয়া নিয়েও প্রশ্ন উঠছে।
আরও পড়ুন-অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ঢাকতে?
ভারতীয় মহিলা দলের সূচি নিয়ে প্রশ্ন করা হলে হরমনপ্রীত কৌর বলেন, ‘আমি এটা নিয়ে কথা বলার সঠিক ব্যক্তি নয়। তোমরা এই বিষয় সঠিক লোককে প্রশ্ন করতেই পারো। সত্যি কথা বলতে কি আমার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার ৪-৫ ঘন্টার মধ্যেই আমাদের দেশ ছাড়তে হয়েছিল আর আমরা ভারতে ফিরি’।
শেফালি বর্মার ওডিআই দল থেকে বাদ পড়ার পর টি২০ স্কোয়াড থেকেও বাদ পড়া নিয়ে হরমনপ্রীত কৌর বলেন, ‘আমি শুধুই দলের সম্পর্কে কথা বলতে পারব, এখানে দল রয়েছে। আমরা জেতার জন্য কি করতে পারে সেসব নিয়ে কথা বলতে পারি। তবে শেফালি বা অন্য কোনও খেলোয়াড় নিয়ে কথা বলতে হলে, তোমরা সঠিক ব্যক্তিকে সেই প্রশ্ন করতে পারো ’।
আরও পড়ুন-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর গর্ভপাত! বাবর আজমের বিরুদ্ধে মামলায় শুনানি পিছল
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে ৪ উইকেট নেওয়ার পরেও দল থেকে বাদ পড়েছেন অরুন্ধতি রেড্ডি, তা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও কৌর সেইসব নিয়েও কিছু বলতে চাননি। অস্ট্রেলিয়ায় বিশ্রী হারের প্রসঙ্গ ঢাকতে ভারত অধিনায়ক টানেন কিউয়ি সিরিজের কথা। তাঁর কথায়, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা টি২০ বিস্বকাপের পর ঘরের মাঠে ভালোই খেলেছি, অস্ট্রেলিয়ায় এমন ফল আশা করিনি। তবে অনেক কিছুই শিখেছি ’।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা কম, এবার আর IPL মিস করতে চান না মহম্মদ শামি…
কৌর বলছেন, ‘ভারতের আমরা যখই খেলেছি, ভালো ক্রিকেট খেলেছি। বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়া সফরটা একদমই আমাদের মনের মতো যায়নি। সেই দুটো যদি বাদ দিই, তাহলে এই বছরটা আমরা ভালোই ক্রিকেট খেলেছি। অনেক ম্যাচই আমরা ঘরের মাঠে জিতেছি। দলের হার জিতে একসঙ্গে দল হিসেবে থাকাটা জরুরি, আর ইতিবাচক মানসিকতাই রাখতে হবে আমাদের ’।