শুভব্রত মুখার্জি:- সবেমাত্র শেষ হয়েছে ভারতীয় সিনিয়র মহিলা ক্রিকেট দলের বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ। সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছে ভারতীয় দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দলকে। আর এই সিরিজে বড় জয়ের পুরস্কার পেল ভারতীয় ক্রিকেটাররা। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি দ্বারা প্রকাশিত ক্রমতালিকায় বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন হরমনপ্রীত কৌর,রিচা ঘোষরা।
ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের ক্রমতালিকায় তিন ধাপ উন্নতি হয়েছে। তিনি উঠে এসেছেন ১৩ তম স্থানে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ব্যাট হাতে বেশ ভালো ফর্মে ছিলেন হরমনপ্রীত কৌর। তিনি সিরিজে মোট ১০৫ রান করেছেন। কিপার ব্যাটার রিচা ঘোষ এই সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে বেশ ভালো একটা ইনিংস খেলেছেন। তিনি অপরাজিত ২৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এরপরেই নয়া ক্রমতালিকায় তিনি দুই ধাপ উঠে এসেছেন। এই মুহূর্তে তিনি রয়েছেন ২৩ নম্বরে।
আরও পড়ুন-ICC T20 World Cup- ভারত সেমিফাইনালে উঠলে ম্যাচ গায়ানাতে, নেই রিজার্ভ ডে
বোলারদের ক্রমতালিকায় উন্নতি হয়েছে দুই ভারতীয় বোলার রাধা যাদব এবং তিতাস সাধুর। সাত ধাপ উঠে এসেছেন রাধা যাদব। তিনি এই মুহূর্তে রয়েছেন ২৩ নম্বরে। আর অন্যদিকে বাংলার মেয়ে তথা ভারতীয় দলের অন্যতম বড় অস্ত্র তিতাস উঠে এসেছেন ১৮ ধাপ । তিনি রয়েছেন ৬০ নম্বরে।
অন্যদিকে ইংল্যান্ডের অধিনায়ক হিথার নাইট টি-২০ ব্যাটারদের তালিকায় চার ধাপ উঠে এসে রয়েছেন ১৮ নম্বরে। অ্যামি জোন্স তিন ধাপ উঠেছেন। তিনি ব্যাটারদের তালিকাতে রয়েছেন ২৬ নম্বরে। সারা গ্লেন বোলারদের তালিকায় দুই ধাপ উঠে এসে রয়েছেন চার নম্বরে।তার উপরেই রয়েছেন সোফি একেলস্টোন। অন্যদিকে টি-২০ ব্যাটারদের তালিকায় সম্প্রতি এক দুরন্ত শতরান করে দুই ধাপ উঠে সাত নম্বরে রয়েছেন চামারি আতাপাত্তু। বোলারদের মধ্যে উদিস্কা প্রবোধিনী উঠে এসেছেন ৩০ নম্বরে।