বাংলা নিউজ > ক্রিকেট > Women's T20 World Cup 2024: বিশ্বকাপ শুরুর আগেই জীবনের শুরুর দিকের সংগ্রামের স্মৃতি রোমন্থন হরমনপ্রীতের

Women's T20 World Cup 2024: বিশ্বকাপ শুরুর আগেই জীবনের শুরুর দিকের সংগ্রামের স্মৃতি রোমন্থন হরমনপ্রীতের

ভারতের অধিনায়ক হরমনপ্ৰীত কৌর। (PTI)

সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৪। ৩ অক্টোবর থেকে শুরু প্রতিযোগিতা, ৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তাঁর আগে নিজের ক্রিকেটার হয়ে ওঠার গল্প শেয়ার করলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর।

অক্টোবরে শুরু হতে চলেছে মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৪। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে এবছরের টুর্নামেন্ট। তার আগে নিজের পেশাদার ক্রিকেটার হয়ে ওঠার গল্প শোনালেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি যে শহর থেকে উঠে এসেছেন সেখানে ক্রিকেটের সেরকম উপস্থিতি ছিল না আগে, লড়াইটা তাঁর জন্য মোটেও সহজ ছিল না।  ৩ অক্টোবর থেকে শুরু হবে মহিলা টি-২০ বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ ৪ অক্টোবর, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ৬ অক্টোবর মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। গত টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। এবার তারা গ্ৰুপ এ-তে রয়েছে, একই গ্ৰুপে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পাকিস্তান। 

স্টার স্পোর্টস-কে দেওয়া এক সাক্ষাৎকারে হরমনপ্রীত বলেন, ‘আমার জন্য ক্রিকেটার হয়ে ওঠার লড়াইটা মোটেও সহজ ছিল না।  এই সফরটা অসাধারণ ছিল। আমি যেই শহর থেকে উঠে এসেছি সেখানে ক্রিকেটের এত চল ছিল না। সেই সময় আমার পরিবার আমায় অনেক সাহায্য করেছে, এমনকি এখনও করছে। আমি যখন ফেলে আসা দিনগুলির কথা ভাবি তখন আমার ভালো লাগে। অনেক মানুষ প্রশংসা করে’।   

ভারতের অধিনায়ক জানান, ‘এখন অনেক মেয়েই ক্রিকেট খেলছেন। শুধু ক্রিকেট কেন এখন অন্যান্য খেলাতেও মেয়েদের সংক্রিয় অংশগ্রহণ দেখা যাচ্ছে।  এমনকি তাঁদের পরিবারও খেলাকে গুরুত্ব দিচ্ছেন। আমি যখন খেলা শুরু করি তখন কেউ খেলাকে পেশা হিসেবে ভাবতেই পারত না, এখন পরিবর্তন হয়েছে। এটা একটা বড় পরিবর্তন’। হরমনপ্রীত কৌর অধিনায়ক ও ক্রিকেটার হিসাবে টি-২০ ফরম্যাটে ১৭৩টি ম্যাচ খেলেছেন, মোট ৩,৪২৬ রান করেছেন।  গড় ২৮.০৮। টি-২০ ক্রিকেটে তাঁর  ১টি শতরান ও ১২টি অর্ধশতরান রয়েছে। ব্যাটের পাশাপাশি বল হাতেও যথেষ্ট সক্রিয় হরমনপ্ৰীত, ৩২ উইকেট নিয়েছেন টি-২০ ক্রিকেটে। উল্লেখ্য, গত মহিলা টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। সর্বমোট ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে অজিরা। ফাইনালে সাউথ আফ্রিকাকে ১৯ রানে পরাজিত করেছিল তারা।  অন্যদিকে ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল।  

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের মহাষষ্ঠী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.