প্রথম ওডিআই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলকে বিশাল ২১১ রানে হারিয়ে দিয়েছে ভারতীয় মহিলা ব্রিগেড। শুরুটা করেছিলেন ব্যাটার স্মৃতি মন্ধনা, আর শেষটা করলেন বোলার রেনুকা সিং ঠাকুর। ব্যাটে বলে ভারতীয় দলের অনবদ্য পারফরমেন্সের সুবাদেই টিম ইন্ডিয়া এত বড় জয় পেল মহিলাদের ক্রিকেটে। অবশ্য ফিল্ডিং নিয়েও কথা না বললেই নয়।
ভারতীয় দলে এক সময় যুবরাজ সিং, মহম্মদ কাইফ থেকে শুরু করে সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলির মতো দুরন্ত সব ফিল্ডাররা খেলেছেন। মহিলা দলও যে ফিল্ডিংয়ে খুব একটা পিছিয়ে নেই, সেটাই প্রমাণ করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারতীয় দলের অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিলেন দুরন্ত ক্যাচ।
আরও পড়ুন- নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
হরমনপ্রীতের ক্যাচের ভিডিয়ো-
ওয়েস্ট ইন্ডিজ দল ৩১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই রেনুকা সিং ঠাকুরের দুরন্ত বোলিংয়ের সামনে বিপর্যস্ত অবস্থায় পড়ে যায়। জোড়া ওপেনার ফেরে ০ রানে, পরের দুই ব্যাটার আবার দুই অঙ্কের রানেও পৌঁছাতে পারেননি। এরই মধ্যে শেম্যান ক্যাম্পবেল এবং আলিয়াহ অ্যালিন জুটি গড়ছিলেন, তখনই দুরন্ত ক্যাচ নিয়ে সেই পার্টনারশিপ ব্রেক করেন হরমনপ্রীত কৌর।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
১১তম ওভারে দুরন্ত ক্যাচ হরমনপ্রীতের-
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১১তম ওভারের শেষ বলে মিড অনের ওপর থেকে বড় শট খেলার চেষ্টা করছিলেন উইন্ডিজ ব্যাটার আলিয়াহ, একঝলক দেখে মনে হয়েছিল সেই বল হয়ত হরমনপ্রীতের মাথার ওপর থেকে বেরিয়ে যাবে। কিন্তু স্পট জাম্প দিয়ে অনেকটা উচ্চতায় উঠে এক হাতে অসাধারণ ক্যাচ নিয়ে রেনুকা সিংয়ের বলে তাঁকে সাজঘরে পাঠান ভারত অধিনায়ক। ২৬ রানে পঞ্চম উইকেট পড়তেই তাঁদের হার কার্যত নিশ্চিত হয়ে যায়।
আরও পড়ুন- বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
সিরিজে ১-০ এগিয়ে ভারত-
শেষ পর্যন্ত ভারতের ৩১৪ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১০৩ রানেই। ১০ ওভারে ২৯ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন ভারতীয় পেসার রেনুকা সিং। ৭ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন তিতাস সাধু। প্রিয়া মিশ্রা নিলেন ২ উইকেট। দীপ্তির শর্মার ঝুলিতে রয়েছে ১ উইকেট। সিরিজের পরের দুটো ম্যাচ মঙ্গলবার ও শুক্রবার।