WPLএ কি শিকে ছিড়বে দিল্লি ক্যাপিটালসের? উত্তর মিলবে আর কিছুক্ষণের মধ্যেই। টস জিতে মুম্বইকে ব্য়াটিং করতে পাঠায় দিল্লি। ফাইনালে হরমনপ্রীতের লড়াইয়ে ভদ্রস্থ স্কোরে পৌঁছল মুম্বই ইন্ডিয়ান্স। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মুম্বই তুলল ১৪৯ রান। দিল্লির কাপে কাপ জয়ের জন্য টার্গেট ১৫০ রান।
মারিজানে কাপ এদিন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)-র হয়ে বোলিং করতে এসে নজর কাড়েন। নিজের স্পেলে তিনি করেন ৪ ওভার, আর তাতেই তুলে দেন দুই উইকেট। নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে তিনি আউট করেন ইন ফর্ম ব্যাটার হেলি ম্যাথিউজকে। এরপর যশতিকা ভাটিয়াকে নিজের স্পেলের তৃতীয় ওভারে তিনি সাজঘরে ফেরান, তাতেই মুম্বইয়ের স্কোর দাঁড়ায় ৪.৩ ওভারে ২ উইকেটে ১৪ রান।
মুম্বইকে সামাল দেন হরমনপ্রীত এবং ব্রান্ট
এরপরই খেলা ধরেন ইন ফর্ম ব্যাটার ন্যাট স্কিভার ব্রান্ট এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথম ১০ ওভারে তেমন রান না উঠলেও দুই ব্যাটার মিলে সময়ের সঙ্গে সঙ্গেই নিজেদের রানের গতিও বাড়াতে থাকেন। কাপ যেরকম চাপ দিয়েছিল মুম্বইয়ের ওপর, বাকি বোলাররাও সেই চাপ ধরে রাখার চেষ্টা চালালেন। ২৮ বলে ৩০ রানের ইনিংস খেলে আউট হলেন ব্রান্ট। অ্যামেলিয়া কের ২ রান এবং সজীবন সজনা ০ রানেই সাজঘরে ফিরলেন।
দুরন্ত লড়াই হরমনপ্রীত কৌরের
আসল সময় অবশ্য জ্বলে উঠলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি দুরন্ত অর্ধশতরান করে মুম্বইকে লড়াইয়ে রাখলেন। ৪৪ বলে ৬৬ রানের মাথায় তিনি অ্যানাবেল সাদার্ল্যান্ডের বলে আউট হন। নিজের ইনিংসে মারেন ৯টি চার এবং ২টি ছয়। তাঁর ইনিংসের সৌজন্যেই ভদ্রস্থ স্কোরে পৌঁছায় মুম্বই ইন্ডিয়ান্স শিবির। অমনজ্যোত কৌর শেষ দিকে ৭ বলে ১৪ রান করে দলের স্কোর নিয়ে গেলেন ১৪৯/৭।
WPL-এ ১০০০ রানের গণ্ডি টপকালেন ব্রান্ট
এই ম্যাচে একাধিক নজির গড়ে ফেললেন ইংরেজ ক্রিকেটার ন্যাট স্কিভার ব্রান্ট। প্রথম ক্রিকেটার হিসেবে তিনি মহিলাদের আইপিএল বা WPLএ ১০০০ রানের গণ্ডি পার করে ফেললেন। ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় মাত্র ৩ মরশুমে এই রান করে ফেলায় বোঝা যাচ্ছে ইংলিশ এই ক্রিকেটারের ধারাবাহিকতার মাপকাঠি।
এক মরশুমে সবচেয়ে বেশি রান ব্রান্টের
এছাড়াও এক মরশুমে সবচেয়ে বেশি রানের নিরিখেও তিনি রয়েছেন সবার ওপরে। এলিসে পেরিকে টপকে সবার ওপরে আগেই উঠেছিলেন ন্যাট স্কিভার ব্রান্ট। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এদিনের WPL ফাইনাল ম্যাচে তিনি এক মরশুমে ৫০০ রানের গণ্ডিও টপকে গেলেন। এর আগে ২০২৪ সালে এলিসে পেরি করেছিলেন ৩৪৭ রান, চলতি WPLএ পেরি করেছিলেন ৩৭২ রান। ২০২৩ সালে ন্যাট স্কিভার ব্রান্ট করেন ৩৩২ রান। সেবছর মেগ ল্যানিং করেছিলেন ৩৪৫ রান।
এবারের WPLএ সর্বোচ্চ রান ব্রান্টের
এবারের ডাব্লুপিএলেও রানের নিরিখে সবার ওপরে রয়েছেন ইংরেজ এই ক্রিকেটারই। ১০টি ম্যাচ খেলে ৫০০ রানের গণ্ডি তিনি টপকে গিয়েছেন। তাঁর পিছনে থাকা এলিসে পেরি করেছিলেন ৩৭২ রান। তৃতীয় স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সেরই তাঁর আরেক সতীর্থ হেলি ম্যাথিউজ, তিনি করেন ৩০৭ রান। ৯ ম্যাচে ৩০০ রান রয়েছে শেফালি বর্মার দখলে, আর মেগ ল্যানিং ৯ ম্যাচে করেছেন ২৬৩ রান। ফলে এবারের সর্বোচ্চ রানের মালিক যে ব্রান্টই হচ্ছেন, তা বলাই যায়।