বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডেরম মাটিতে শুরু অস্ট্রেলিয়ার সঙ্গে একদিনের সিরিজ। এই আবহেই এবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ঘোষণা করে দিল তাঁদের এই ফরম্যাটের স্টপ গ্যাপ অধিনায়কের নাম। জোস বাটলার এই মূহূর্তে চোটের জন্য মাঠের বাইরে থাকায় ওডিআই ফরম্যাটে ইংল্যান্ড ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। ব্যাটার হিসেবে ব্রুক সাম্প্রতিক সময় নজর কাড়লেও টি২০ অধিনায়ক করলে মানা হত। অভিজ্ঞতার দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন ব্রুক। আর সেই তাঁকেই কিনা সরাসরি অস্ট্রেলিয়ার মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে একদিনের সিরিজে অধিনায়কের দায়িত্ব দেওয়ায় ইসিবির কাজে কিছুটা হতবাক ক্রিকেটমহল। যদিও এর পিছনে অন্য অঙ্ক কাজ করছে বলেই মনে করছে ইংল্যান্ডের প্রাক্তনীরা।
কাফ মাশেলে চোটের জন্য টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড দলের হারের পর থেকে এখনও পর্যন্ত আর কোনও ম্যাচেই নামেননি সিমিত ওভারের ফরম্যাটের আসল অধিনায়ক জোস বাটলার। টি২০ সিরিজে তাঁর পরিবর্তে অধিনায়কের দায়িত্ব বর্তেছিল ওপেনার ফিল সল্টের ওপর। তখনই কয়েকজন প্রাক্তনী বলেছিলেন ব্রুকের ওপর এই দায়িত্ব দেওয়া উচিত ছিল সেই ফরম্যাটে।
আরও পড়ুন-মহমেডান নয়, মোহনবাগানে এলেন নুনো রেইস! রোনাল্ডোর দেশের ফুটবলার বাগানের সপ্তম বিদেশি…
এক ধাপ এগিয়ে সরাসরি ওডিআই সিরিজে ইংল্যান্ডের অধিনায়কত্বের দায়িত্ব হ্যারি ব্রুকের কাঁধে তুলে নিল ইংল্যান্ড। কিন্তু সমস্যা হচ্ছে, হ্যারি ব্রুক এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে মাত্র ১৫টি একদিনের ম্যাচে মাঠে নেমেছেন। গতবছর বিশ্বকাপের আগে তিনি বলেছিলেন ,এই ফরম্যাটটা বুঝতেও তাঁর কিছুটা সময় লাগবে। সেই ব্রুককেই দায়িত্ব দেওয়া অনেকে অবাক। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ভবিষ্যৎের অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুককে তৈরি করে নিতে চাইছে। সেই কারণেই এখন থেকেই বড় সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব দিয়ে তাঁকে তৈরি করে নিতে চাইল ইসিবি, মনে করছে ইংল্যান্ডের প্রাক্তনীদের একাংশ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে ভালো পারফরমেন্স করার সুবাদে দলে জায়গা পেয়েছেন লিয়াম লিভিংস্টোন। বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ শুরু হচ্ছে ইংল্যান্ড দলের। প্রসঙ্গত বেন স্টোক্সের চোটের পরেও টেস্টে ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব ওঠে ওলি পোপের কাঁধে।