ক্রাইস্টচার্চের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে ইংল্যান্ড। ওয়েলিংটনের দ্বিতীয় টেস্টেও শুরু থেকেই এগিয়ে ছিল ব্রিটিশ দল। শেষমেশ তিন দিনেই ওয়েলিংটন টেস্ট জিতে কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেন বেন স্টোকসরা।
ওয়েলিংটনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা প্রথম ইনিংসে ২৮০ রান সংগ্রহ করে। অনবদ্য শতরান করেন হ্যারি ব্রুক। তিনি ১২৩ রান করে মাঠ ছাড়েন। ৬৬ রানের কার্যকরী ইনিংস খেলেন ওলি পোপ। নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ৪টি উইকেট নেন ন্যাথন স্মিথ। ৩টি উইকেট নেন উইলিয়াম ও'রোর্ক। ২টি উইকেট নেন ম্যাট হেনরি।
পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১২৫ রানে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ১৫৫ রানের বড়সড় লিড পেয়ে যায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে কিউয়িদের হয়ে সব থেকে বেশি ৩৭ রান করেন কেন উইলিয়ামসন। ১৭ রান করেন টম লাথাম। ১৬ রানে নট-আউট থাকেন গ্লেন ফিলিপস। ইংল্যান্ডের হয়ে গাস অ্যাটকিনসন ৪টি উইকেট দখল করেন। ব্রাইডন কার্স ৪টি উইকেট পকেটে পোরেন। ১টি করে উইকেট নেন ক্রিস ওকস ও বেন স্টোকস।
ইংল্যান্ড ৬ উইকেটে ৪২৭ রান তুলে তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। দাপুটে শতরান করেন জো রুট। তিনি ১১টি বাউন্ডারির সাহায্যে ১৩০ বলে ১০৬ রান করে মাঠ ছাড়েন। নিশ্চিত শতরান হাতছাড়া করেন বেন ডাকেট ও জেকব বেথেল। ডাকেট ৯২ ও বেথেল ৯৬ রানে আউট হন।
হাফ-সেঞ্চুরি করেন হ্যারি ব্রুক। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ব্রুক দ্বিতীয় ইনিংসে ৫৫ রান করে মাঠ ছাড়েন। ইংল্যান্ড ব্যাট ছেড়ে দেওয়ার সময় ক্যাপ্টেন বেন স্টোকস ৪৯ রানে অপরাজিত থাকেন। তিনি ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করার প্রয়োজনীয়তা অনুভব করেননি। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন টিম সাউদি ও ম্যাট হেনরি। ১টি করে উইকেট নেন গ্লেন ফিলিপস ও উইলিয়াম ও'রোর্ক।
প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৫৮৩ রানের। নিউজিল্যান্ড তাদের শেষ ইনিংসে অল-আউট হয় ২৫৯ রানে। ৩২৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে ইংল্যান্ড।
শেষ ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে আগ্রাসী শতরান করেন টম ব্লান্ডেল। তিনি ১৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০২ বলে ১১৫ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া ন্যাথন স্মিথ ৪২, ডারিল মিচেল ৩২ ও টম লাথাম ২৪ রান করেন।
শেষ ইনিংসে ইংল্যান্ডের হয়ে ৫ রানে ৩ উইকেট নেন বেন স্টোকস। ২টি করে উইকেট নেন ক্রিস ওকস, ব্রাইডন কার্স ও শোয়েব বশির। ১টি উইকেট নেন গাস অ্যাটকিনসন। ম্যাচের সেরা হন হ্যারি ব্রুক।