আইপিএলে যে কাজের জন্য শাস্তি পেতে হয়েছিল হর্ষিত রানাকে, ঠিক সেটিকেই নিজের ট্রেডমার্ক সেলিব্রেশন বানিয়ে ফেলেছেন কেকেআর তারকা। উদ্দেশ্য এক, তবে এবার সরাসরি প্রতিপক্ষ ব্যাটারকে অসম্মানিত করা হয়েছে, এমনটা মনে না হওয়াই স্বাভাবিক। তাই ইন্ডিয়ান প্রিমিয়র লিগের সময়ে নির্বাসিত হতে হলেও দলীপের মঞ্চে সম্ভবত পার পেয়ে যাবেন রানা।
আসলে আইপিএলের সময় ব্যাটারদের আউট করে হর্ষিতের ফ্লাইং কিস ছোঁড়াকে ভালো চোখে দেখেনি বিসিসিআই। একাধিকবার একই কাণ্ড ঘটানোয় শৃঙ্খলাভঙ্গের দায়ে পড়তে হয় নাইট তারকাকে। ফলে আইপিএলের আচরণবিধি ভঙ্গের জন্য বিসিসিআই তাঁকে নির্বাসিত করে এক ম্যাচের জন্য। জরিমানা করা হয় একশো শতাংশ ম্যাচ ফি।
২০২৪ আইপিএলে কেকেআরকে চ্যাম্পিয়ন করাতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রানা। নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার পরে কেকেআর মালিক শাহরুখ খান দলের সকলকে নিয়ে ফ্লাইং কিস সেলিব্রেশন করেন, যা আসলে বোর্ডের নিয়মকে প্রকারান্তরে কটাক্ষ করা।
এবার দলীপ ট্রফির মঞ্চে ফের উইকেট নিয়ে ফ্লাইং কিস সেলিব্রেশন সারতে দেখা যায় হর্ষিত রানাকে। বৃহস্পতিবার ইন্ডিয়া-সি টিমের ক্যাপ্টেন রুতুরাজ গায়কোড়কে আউট করার পরে উল্টোদিকে মুখ ঘুরিয়ে ফ্লাইং কিস ছোঁড়েন রানা। সঙ্গত কারণেই বিষয়টি চোখ এড়ায়নি ক্রিকেটপ্রেমীদের।
ইন্ডিয়া-সি দলের বিরুদ্ধে দলীপ ট্রফির প্রথম দিনে ৭ ওভার বল করে ১৩ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন হর্ষিত রানা। রুতুরাজ গায়কোয়াড় ছাড়াও হর্ষিত সাজঘরে ফেরান সাই সুদর্শনকে। প্রতিপক্ষের দুই ওপেনারকে ফিরিয়ে রানাই ইন্ডিয়া-ডি দলকে লড়াইয়ে রাখেন। নাহলে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ইন্ডিয়া-ডি দলের হাতে বিশেষ পুঁজি নেই।
অনন্তপুরের রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্ট স্টেডিয়ামে দলীপের দ্বিতীয় ম্যাচে সম্মুখসমরে নামে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ইন্ডিয়া-ডি ও রুতুরাজ গায়কোয়াড়ের ইন্ডিয়া-সি দল। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইন্ডিয়া-ডি দল। তারা প্রথম ইনিংসে ১৬৪ রানে অল-আউট হয়ে যায়। ১১৮ বলে ৮৬ রান করে আউট হন অক্ষর প্যাটেল। তিনি ৬টি চার ও ৬টি ছক্কা মারেন।
ইন্ডিয়া-সি দলের হয়ে প্রথম ইনিংসে ১৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন বিজয়কুমার বৈশাক। ২টি করে উইকেট নেন অংশুল কাম্বোজ ও হিমাংশু চৌহান। ১টি করে উইকেট নেন মানব সুতার ও হৃত্বিক শোকিন।
জবাবে ব্যাট করতে নেমে ইন্ডিয়া-সি টিম প্রথম দিনের শেষে ৯১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে। বাবা ইন্দ্রজিৎ ১৫ ও অভিষেক পোড়েল ৩২ রানে অপরাজিত থাকেন। হর্ষিত রানা ছাড়াও ইন্ডিয়া-ডি দলের হয়ে ২টি উইকেট নেন অক্ষর প্যাটেল।