ওডিআই ক্রিকেটে অভিষেকটা প্রাথমিক ভাবে সুখের হল না হর্ষিত রানার জন্য। এক ওভারের ২৬ রান খরচ করে এক লজ্জার রেকর্ড গড়লেন তিনি। কিন্তু তারপরেই কাহানিতে টুইস্ট। শেষ পর্যন্ত তিন উইকেট নিয়ে মাথা উঁচু করেই মাঠ ছাড়লেন ভারতের এই যুব তারকা। জানালেন, ঠিক কী বদল করে তিনি খেলার মোড় ঘুরিয়েছেন।
ভারতের হয়ে ওডিআই ক্রিকেটে এক ওভারের সবচেয়ে বেশি রান দেওয়া ক্রিকেটারদের মধ্যে ৩ নম্বরে রয়েছেন হর্ষিত। ছুঁয়ে ফেললেন রবি শাস্ত্রীকে। হয়তো নিজের এই পরিসংখ্যান দেখতে চাইবেন না হর্ষিত। তবে পরবর্তীতে ম্যাচে দুরন্ত কামব্যাক করেন তিনি।ইনিংসে ৫৩ রান দিয়ে তিনটা উইকেট নিয়েছেন হর্ষিত। এর আগে টি-২০ ক্রিকেটে অদ্ভুত ভাবে অভিষেক হয়েছিল তাঁর। শিবম দুবের জায়গায় ‘কনকাশন সাব’ হিসাবে নেমেছিলেন তিনি। দুরন্ত বোলিং করে ৩ উইকেট নেন সেই ম্যাচে।
এক ওভারে ২৬ রান দিলেন হর্ষিত রানা:
নাগপুরে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয় এই নাইট তারকার। বল হাতে শুরুটা ভালো করলেও বিপত্তি ঘটে ষষ্ঠ ওভার করতে এসে। সেই সময় ক্রিজে ব্যাট করছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের তাঁরই একদা সতীর্থ ফিল সল্ট। হর্ষিতের ওভারের প্রথম বলেই বিরাট ছক্কা হাঁকান তিনি। পরের বলেই হালকা চিপ করে চার মারেন সল্ট। পরের দুটি বলে ফের একটি চার এবং একটি ছয় মারেন তিনি। পঞ্চম বলটি ডট রাখতে সক্ষম হয় হর্ষিত। এরপর শেষ বলে আরও এক লম্বা ছক্কা হাঁকান সল্ট। সেই সময় বেশ হতাশ দেখাচ্ছিল তাঁকে। তবে এরপর ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা সল্ট রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ২৬ বলে ৪৩ রান করেছিলেন তিনি। মেরেছিলেন ৫টি চার এবং ৩টি ছয়। সেই প্রসঙ্গে ইনিংসের শেষে হর্ষিত বলেন যে শুরুতে তিনি ঠিক জায়গায় বল রাখতে পারেননি। তাই মার খেয়েছেন। পরে শুধরে নিতেই উইকেট পেতে সক্ষম হয়েছেন। ইংরেজরা উইকেট থেকে সরে গিয়ে মারতে চাইছিল বলেই তিনি উইকেট টু উইকেট বল করেছিলেন বলে জানান নাইট তারকা। এদিন তিনি ব্রুক, ডাকেট ও লিয়াম লিভিংস্টোনের উইকেট নিয়েছেন, যা নিশ্চিত ভাবেই কৃতিত্বের।
বিষাদ থেকে হর্ষিত!
এখনও পর্যন্ত ভারতের হয়ে ওডিআই ক্রিকেটে এক ওভারের সবচেয়ে বেশি রান দেওয়া বোলার যুবরাজ সিং। তিনি ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ওভারে ৩০ রান দিয়েছিলেন। তাঁর সঙ্গে যুগ্ম ভাবে পয়লা নম্বরে রয়েছেন ইশান্ত শর্মা। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ৩০ রান দিয়েছিলেন তিনি। এরপরেই রয়েছেন ক্রুণাল পান্ডিয়া। তিনি ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ২৮ রান খরচ করেছিলেন। তাঁর ঠিক পরেই রয়েছেন হর্ষিত। যিনি আজ নাগপুরে এক ওভারে ২৬ রান খরচ করেছিলেন। ১৯৮১ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে রবি শাস্ত্রীও ওভারে ২৬ রান দিয়েছিলেন। তবে পরে কামব্যাক করেন হর্ষিত। বোঝালেন যে কেন তাঁকে এত পছন্দ করেন কোচ ও ক্যাপ্টেন। মার খেলেও গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে বিপক্ষকে ব্যাকফুটে ফেলতে সত্যিই তাঁর জুড়ি মেলা ভার।