শ্রীলঙ্কায় ওডিআই সিরিজের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা করেছে বিসিসিআই। প্রথমবার ভারতীয় দলে জায়গা পেয়েছেন হর্ষিত রানা। ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের জন্য দলে জায়গা পেয়েছেন তিনি। হর্ষিত আইপিএলে কেকেআরের হয়ে তার পারফরম্যান্স দিয়ে সকলকে মুগ্ধ করেছেন।
বাবাকে কোলে তুলে নিলেন হর্ষিত রানা-
গৌতম গম্ভীর ভারতীয় দলের নতুন কোচ হওয়ার পর, হর্ষিত রানাও ভারতীয় দলের অংশ হয়েছেন। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পরে, হর্ষিত ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে হর্ষিত রানা তাঁর বাবা প্রদীপ রানাকে কোলে তুলে ধরেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এটি তোমার... তোমাকে ভালোবাসি বাবা।’ ভক্তরা তার পোস্টটি খুব পছন্দ করছেন এবং এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… মাত্র ১৬ বছর বয়সে সেঞ্চুরি! বিশ্ব ক্রিকেটকে চমকে দিলেন অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি
হর্ষিত রানা যখন প্রথম ভারতীয় ওডিআই দলে তার অন্তর্ভুক্তির খবর জানতে পারেন যেই দলে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো কিংবদন্তিরা উপস্থিত রয়েছেন, তখন তাঁর মুখ থেকে একটাই কথা বেরিয়েছিল, ‘দিল্লিতে হৃদয় ভেঙে যেতে পারে, কিন্তু এখানে কখনও কেউ তাঁর সাহস হারায় না।’ দিল্লির 'সাউথ এক্সটেনশন'-এর ২২ বছর বয়সি ফাস্ট বোলার হর্ষিত রানা জুনিয়র স্তর থেকে কঠোর পরিশ্রম করেছিলেন কিন্তু প্রায়শই উপেক্ষা করা হয়েছিল তাঁকে। কিন্তু তিনি এই আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জয়ী অভিযানে ১৯ উইকেট নিয়ে জাতীয় দলে জায়গা অর্জন করতে সক্ষম হন।
আরও পড়ুন… KKR-এর সাজঘরে মানসিকতা বদলে দিয়েছেন গম্ভীর- ভারতীয় দলে জায়গা পেয়ে হর্ষিতের অকপট স্বীকারোক্তি
সাফল্যের কৃতিত্ব এই তিনজনকে দেওয়া হয়েছে
হর্ষিত বলেছেন, ‘আমি কঠোর পরিশ্রমে বিশ্বাস করি। কিন্তু যখনই বয়স ভিত্তিক দলে আমাকে উপেক্ষা করা হত, আমার হৃদয় ভেঙে যেত এবং আমি ঘরে বসে কাঁদতাম। তবে আমার বাবা প্রদীপ কখনও আশা হারাননি।’ পিটিআই-এর সঙ্গে একটি বিশেষ কথোপকথনে, হর্ষিত রানা বলেছিলেন, ‘এখন পর্যন্ত আমার কঠোর পরিশ্রমের জন্য যদি আমাকে তিনজনের নাম বলতে হয় তবে তা হবে আমার বাবা, আমার ব্যক্তিগত কোচ অমিত ভান্ডারি স্যার (প্রাক্তন ভারতীয় এবং গৌতি ভাইয়া (গৌতম গম্ভীর)।’
আরও পড়ুন… ভিডিয়ো: বিশেষ বুট পরে ইন্টার মায়ামির ম্যাচে লিওনেল মেসি! চোট নিয়েই দলের জয় দেখলেন LM10
গৌতম গম্ভীর বদলে দিয়েছেন হর্ষিত রানার মানসিকতা-
খেলার প্রতি হর্ষিতের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তিত হয়ে থাকে, তবে সেটা হয়েছে কেকেআর ড্রেসিংরুমে। সেখানে গৌতম গম্ভীরের উপস্থিতির সঙ্গে এর অনেক সম্পর্ক রয়েছে। আসলে গৌতম গম্ভীরই তাঁর মানসিকতা পরিবর্তন করেছে। হর্ষিত বলেছেন সাফল্য পেতে হলে দক্ষতা দরকার কিন্তু চাপের মোকাবেলা করার জন্য দক্ষতার চেয়েও বেশি দরকার মনের শক্তির। নতুন ভারতীয় প্রধান কোচের সঙ্গে তার কথোপকথনের কথা স্মরণ করে তিনি বলেন, ‘গৌতি ভাইয়া আমাকে সবসময় বলতেন, ‘তোমার ওপর আমার বিশ্বাস আছে।’ ম্যাচ জিতিয়ে আসবেন।’ এই কথাগুলোই বদলে দিয়েছে হর্ষিত রানার মানসিকতা।