সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল সৌরাষ্ট্র এবং তামিলনাড়ু। সেখানেই ব্যাট হাতে রুদ্র মূর্তি ধারণ করেন হার্ভিক দেশাই। তামিলনাড়ুর স্পিনার আর সাই কিশোরকে পিটিয়ে ছাতু করে দেন সৌরাষ্ট্রের এই ব্যাটার। এক ওভারে সংগ্রহ করেন ২৪ রান। এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল তামিলনাড়ু। ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই শূন্য রানে আউট হয়ে যান ওপেনার তারাং গোয়েল। তাঁকে আউট করেন গুণরাজপ্রীত সিং। তবে অপর ওপেনার হার্ভিক এবং ৩ নম্বরে ব্যাট করতে আসা প্রেরক মানকড় মিলে সৌরাষ্ট্রের ইনিংস সামলান। এই দুই ক্রিকেটার মিলে দ্বিতীয় উইকেটের জন্য ৫২ বলে ৯৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।
২৬ বলে ৪৩ রান করে আউট হন প্রেরক, মারেন ৯টি চার। অন্যদিকে ৩৪ বলে ৫৫ রান করেন হার্ভিক দেশাই, মারেন ৫টি চার এবং ৪টি ছয়। আউট হওয়ার আগে হার্ভিক সাই কিশোরের এক ওভার থেকে ২৪ রান তোলেন। তখন খেলার সবে চতুর্থ ওভার চলছিল। পাওয়ার প্লেয়ের পুরো ফায়দা ওঠান হার্ভিক। সাইয়ের প্রথম বলটি ডট খাওয়ার পর দ্বিতীয় বলে বিশাল ছক্কা হাঁকান তিনি। বল সোজা গিয়ে পড়ে স্ট্যান্ডে। এরপর দ্বিতীয় বলে চার মারেন। পরপর বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি খেয়ে নিজের লাইন লেন্থ হারিয়ে ফেলেন সাই কিশোর। এরপর চতুর্থ বলে ফের একটি ছক্কা হাঁকান দেশাই। তারপর পঞ্চম এবং ষষ্ঠ বলে দুটি বাউন্ডারি মারেন। মজার বিষয় হল হার্ভিককে আউটও করেন এই সাই কিশোরই।
নির্ধারিত ২০ ওভারের শেষে সৌরাষ্ট্র ৫ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে। প্রেরক এবং হার্ভিক ছাড়া তাদের হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রুচিত আহির (৫৬) এবং সাম্মার গাজ্জার (৫৫*)। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে তামিলনাড়ু। ম্যাচে ৫৮ রানে জয় পায় সৌরাষ্ট্র। এদিনের জয়ের পর গ্রুপ বি-এর শীর্ষে উঠে এসেছে সৌরাষ্ট্র। এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ৫টিতেই জয় পেয়েছে তারা। অন্যদিকে ৫ নম্বরে রয়েছে তামিলনাড়ু। ৬টি ম্যাচের মধ্যে মাত্র ২টি জিতেছে তারা। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। এদিনের ম্যাচের আগে ২ নম্বরে ছিল সৌরাষ্ট্র। তবে বড় ব্যবধানে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে পয়লা নম্বরে চলে গেল তারা।