বাংলা নিউজ > ক্রিকেট > LSG কি রোহিত শর্মার জন্য আলাদা করে ৫০ কোটি টাকা তুলে রেখেছে? কী বললেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা?

LSG কি রোহিত শর্মার জন্য আলাদা করে ৫০ কোটি টাকা তুলে রেখেছে? কী বললেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা?

LSG কি রোহিত শর্মার জন্য আলাদা করে ৫০ কোটি টাকা তুলে রেখেছে? (ছবি:এক্স @rushiii_12)

সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘আপনি একটা কথা বলুন, আপনি কি জানেন বা অন্য কেউ জানেন যে রোহিত শর্মা নিলামের অংশ হবেন কি না। এসব জল্পনা অকারণে করা হচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্স দল রোহিত শর্মাকে ছেড়ে দেবে বা তিনি নিলামের অংশ হবেন কিনা তা এখনও জানা যায়নি।’

মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে বর্তমানে খুব আলোচনা হচ্ছে। রোহিত শর্মা আইপিএল নিলামে অংশ নেবেন কি না তা নিয়ে অনেক জল্পনা চলছে। গত মরশুমে তাঁকে যেভাবে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তখন থেকেই আলোচনা শুরু হয়েছিল যে রোহিত শর্মা আর হয়তো মুম্বই ইন্ডিয়ান্সের অংশ হবেন না এবং তিনি নিলামে নামবেন। এদিকে, একটি গুজবও ছড়িয়ে পড়েছিল যে রোহিত শর্মার জন্য ৫০ কোটি টাকা সঞ্চয় করেছে লখনউ সুপার জায়ান্টস এবং তারা নিলামে তার জন্য প্রচুর পরিমাণে বিড করবে। যদিও লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকার করেন।

লখনউ সুপার জায়ান্টস আইপিএলের আসন্ন মরশুমের জন্য জাহির খানকে তাদের দলের মেন্টর নিযুক্ত করেছে। এছাড়া অধিনায়ক কেএল রাহুলকে ধরে রাখার ইঙ্গিতও দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি বলেন, কেএল রাহুল লখনউ দলের পরিবারের সদস্য। এই কারণে ভক্তরা মনে করছেন এখন কেএল রাহুল আবারও লখনউয়ের হয়ে খেলবেন।

আরও পড়ুন… মেসি সেরা নয়, 'GOAT' রোনাল্ডোই! হঠাৎ পোস্ট কিলিয়ান এমবাপের অ্যাকাউন্ট থেকে, নেপথ্যে কী?

রোহিত শর্মা নিলামের অংশ হবেন কি না কেউ জানেন না - সঞ্জীব গোয়েঙ্কা

স্পোর্টস তাকের সঙ্গে একটি কথোপকথনের সময় সঞ্জীব গোয়েঙ্কাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে লখনউ সুপার জায়ান্টস আসলেই কি রোহিত শর্মার জন্য ৫০ কোটি টাকা বাঁচিয়েছিল। এ বিষয়ে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘আপনি একটা কথা বলুন, আপনি কি জানেন বা অন্য কেউ জানেন যে রোহিত শর্মা নিলামের অংশ হবেন কি না। এসব জল্পনা অকারণে করা হচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্স দল রোহিত শর্মাকে ছেড়ে দেবে বা তিনি নিলামের অংশ হবেন কিনা তা এখনও জানা যায়নি।’

আরও পড়ুন… Gujarat Floods: খুব খারাপ পরিস্থিতিতে আছি- বন্যায় আটকে থাকা ভারতীয় ক্রিকেটার রাধা যাদবকে উদ্ধার করল NDRF

এরপরে সঞ্জীব গোয়েঙ্কা আরও বলেন, ‘রোহিত শর্মা যদি নিলামে আসেন এবং তারপরে আপনি কি আপনার বেতনের জন্য খরচ করা অর্থের ৫০ শতাংশ শুধুমাত্র একজন খেলোয়াড়ের জন্য ব্যয় করবেন? তাহলে বাকি ২২ জন খেলোয়াড়কে কীভাবে পরিচালনা করবেন? এই খেলোয়াড়দের কেনার জন্য প্রত্যেকেরই নিজস্ব পছন্দ আছে কিন্তু অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরাও সেই খেলোয়াড়কে তাদের দলে চায়।’

এরপরে রোহিত শর্মাকে নিয়ে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘আমরা যখন পুনেতে ফাইনালে উঠেছিলাম, অভিজ্ঞতার অভাবে ফাইনালে হেরে যাই। আপনি রোহিত শর্মাকে দেখুন, তার জেতার অভ্যাস আছে, তার মধ্যে এমন কিছু আছে যা আমাদের গ্রহণ করতে হবে। এর কারণ হল এটা অনুকরণ করার মতোই। সে কখনই হাল ছাড়ে না। রোহিতের অধিনায়কত্বের কারণে পুনে সেবার হেরেছিল কারণ রোহিত যেভাবে চাপ তৈরি করেছিল, সেটা এলএসজি-র দরকার। এই মনোভাবটা থাকা খুব দরকার অন্যথায় আমরা কখনই জিততে পারব না।’

আরও পড়ুন… জয় শাহকে ICC চেয়ারম্যান হিসেবে চায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড! সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

জাহির খানকে মেন্টর বানিয়েছিল LSG

আইপিএল ২০২৫ এর আগে, লখনউ সুপার জায়ান্টস প্রাক্তন ভারতীয় অভিজ্ঞ ফাস্ট বোলার জাহির খানকে দলের নতুন পরামর্শদাতা হিসাবে নিযুক্ত করেছে। এর আগে, গৌতম গম্ভীর এলএসজির মেন্টর ছিলেন কিন্তু গত মরশুমে গম্ভীর তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন। এবার নতুন এই চরিত্রে দেখা যাবে জাহির খানকে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

বিরাট BGT-তে আগুন লাগাতে হবে- মুম্বইয়ে ফিরতেই ভক্তের আবদার শুনে কী বললেন কোহলি? উৎসবের মাঝেই সরকারি কর্মীদের জন্যে 'দুঃসংবাদ', এবার ছাঁটাই করতে পারে সরকার রতন টাটার শেষ ফটো প্রকাশ্যে! অসুস্থ হওয়ার কী করছিলেন তিনি? বন্ধনে চন্দ্রশেখেরের উত্তরসূরিও বাঙালি, নয়া MD-র নাম ঘোষণায় শেয়ারের দর বাড়ল ১০% আন্দোলন নিয়ে কুকথা বলায় রোগী বয়কটের ডাক চিকিৎসকের FIFA World Cup 2026: লুইজ হেনরিকের শেষ মুহূর্তের গোল, চিলিকে ২-১ হারাল ব্রাজিল বাংলাদেশের শক্তিপীঠে যশোরেশ্বরী দেবীর মুকুট চুরি, ২০২১ সালে উপহার দিয়েছিলেন মোদী শুক্রবার সন্ধ্যায় ধর্মতলায় গণ সমাবেশের ডাক জুনিয়র ডাক্তারদের শাড়ি নয়, একদম অন্য সাজে মুম্বইয়ের দুর্গা মণ্ডপে সুস্মিতা! সঙ্গে রোমান ও মেয়ে হরিয়ানায় BJP-কে সমর্থন সাবিত্রী জিন্দাল- সহ আরও ২ নির্দল বিধায়কের, আসন বেড়ে ৫১

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.