আইপিএলে এবারে বেশ ভালোই দল গড়েছে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। গতবারের ফাইনালিস্টরা আগেই ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেন, নীতীশ রেড্ডি, অভিষেক শর্মা, প্যাট কামিনসদের রিটেন করে নিয়েছিল। এরপর এবারে তাঁরা হর্ষাল প্যাটেল, ইশান কিষানের মতো ভারতীয় ক্রিকেটের চেনা মুখদের দলে নিয়ে শক্তি আরও খানিকটা বাড়িয়ে নিয়েছে।
আরও পড়ুন -তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন…
সানরাইজার্স হায়দরাবাদে এবারে ২৫ জনের মধ্যে ২০ জনের স্কোয়াড এখনও পর্যন্ত তৈরি হয়েছে। দলের যেমন টপ অর্ডারে ব্যাট করার লোকের অভাব নেই, তেমনই বল হাতেও অনেক বিকল্প রয়েছে গতবারের ফাইনালিস্টদের হাতে। যা তাঁদের দলের ভারসাম্য অনেকটাই বাড়িয়েছে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। কামিন্দু মেন্দিস, এশান মালিঙ্গা এবং ব্রাইডন কার্সের মতো ক্রিকেটারদেরও তাঁরা দলে রেখেছে, যারা এবারই প্রথম আইপিএল খেলবেন।
সানরাইজার্সের সম্ভাব্য প্রথম একাদশ হতে পারে-
ট্রাভিস হেড , অভিষেক শর্মা, ইশান কিষান, নীতীশ রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত বর্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স, হর্ষাল প্যাটেল, রাহুল চাহার এবং মহম্মদ শামি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে স্পিনার অ্যাডাম জাম্পাকে প্রথম একাদশে আনতে পারে সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
সানরাইজার্সের শক্তি-
দলের সব থেকে বড় শক্তির দিক হচ্ছে, প্রথম পাঁচ ব্যাটারই প্রতিষ্ঠিত। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ইশান কিষান সমন্বিত টপ অর্ডার, যারা তিন জনেই নিজের দিনে সেরা। এরপর নীতীশ রেড্ডি এবং হেনরিখ ক্লাসেনের থাকা। আর বোলিংয়ে একাধিক বিকল্প রয়েছে কামিন্সের হাতে। তিনি নিজে ছাড়াও নীতীশ রেড্ডি রয়েছেন। এছাড়াও হার্ষাল প্যাটেল,মহম্মহ শামি, জয়দেব উনাদকট, রাহুল চাহার, সিমারজিত সিংয়ের মতো ভারতীয় বোলারদের উপস্থিতি।
সানরাইজার্সের দুর্বলতা-
দলের যদি দুর্বলতার জায়গায় থাকে, তাহলে স্লগ ওভারে এবারে তাঁরা ভুবনেশ্বর কুমার এবং টি নটরাজনের অভাব টের পেলেও পেতে পারে, যদি শামি বা হার্ষাল প্যাটেল ক্লিক না করে। এছাড়াও নীতীশ রেড্ডি ক্লাসেনের পর ব্যাটিং অর্ডারে কিছুটা দুর্বলতা রয়েছে ফিনিশ করা বা পাওয়ার হিটিংয়ের দিক থেকে, যে কাজটা করতে হবে প্যাট কামিন্সকে।