শুভব্রত মুখার্জি:- ভারতের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম রাজ্য আসাম থেকে শেষ কয়েক বছরে উঠে আসা ক্রিকেটারদের মধ্যে নিঃসন্দেহে জনপ্রিয়তম নাম রিয়ান পরাগ। ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ আইপিএলে শেষ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে খেলছেন তিনি। রাজস্থান রয়্যালসের হয়ে এই মুহূর্তে তাঁকে মূলত দেখা যায় ইনিংস ফিনিশারের ভূমিকায়। গত মরুশুমেও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। তারপরেই জায়গা করে নেন ভারতীয় দলে।
প্রথমে সুযোগ পান টি-২০ ফর্ম্যাটে, তারপর তিনি সুযোগ পান ওডিআই ফর্ম্যাটে। জিম্বাবোয়ে সফরে তিনি ভারতের হয়ে টি-২০ ফর্ম্যাটে খেলেছেন। এরপর শ্রীলঙ্কা সফরে তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন ওডিআই ফর্ম্যাটে। এই শ্রীলঙ্কা সফরেই তাঁর অপর একটি 'অজানা' ক্রিকেটীয় স্কিলের সন্ধান পাওয়া যায়! বল হাতে বেশ ভালো বোলিং করেছিলেন রিয়ান। এবার তাঁর সেই 'নয়া অজানা' স্কিলের নেপথ্য কাহিনী ফাঁস করেছেন তিনি। তাঁর মতে এটা নতুন কিছু নয়। তিনি ঘরোয়া ক্রিকেটে প্রায় প্রতি মরশুমেই ৩৫০ ওভার বোলিং করেন। সবটা টিভিতে দেখানো হয় না বলে অনেকেই এটা জানতে পারে না।
শ্রীলঙ্কার বিরুদ্ধে অগস্ট মাসে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বল হাতে দুর্দান্ত বল করেছিলেন রিয়ান পরাগ। প্রথম ম্যাচে তিনি মাত্র পাঁচ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলাম। তিনি এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই অভিষেকেও তিন উইকেট নিয়েছিলেন বোলিং করে। ভারতীয় দলের সেট আপে গৌতম গম্ভীরের জমানাতে রিয়ান পরাগের এই নয়া স্কিল এক নয়া দিগন্তের উন্মোচন করেছে। ঘটনাচক্রে শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও বোলিং করেছেন। তবে বিষয়টি নিয়ে বলতে গিয়ে রিয়ান পরাগ জানিয়েছেন তাঁর বোলিং স্কিল একেবারেই নতুন কিছু নয়। ঘরোয়া ক্রিকেটে তিনি মরশুমের পর মরশুম বোলিং করে আসছেন।যেহেতু সেই ম্যাচগুলো টিভিতে দেখানো হয় না ফলে বিষয়টি নিয়ে জানার সুযোগ নেই।
স্পোর্টস উইথ রাভিশ নামক এক ইউটিউব চ্যানেলে এই বিষয়টি জানিয়েছেন রিয়ান পরাগ। তাঁর মতে, ‘সবাই মনে করছে যে আমি আমার বোলিং নিয়ে আলাদা করে কাজ করেছি। তবে আমি ঘরোয়া ক্রিকেটে বল করে উইকেট পেয়েছি। প্রতি মরশুমেই আমি প্রায় ৩৫০ ওভার করে বোলিং করেছি। কেউ এটা জানে না বা দেখার সুযোগ নেই, কারণ ম্যাচ গুলো দেখানো হয় না। আমার বোলিং করাটা দীর্ঘদিন ধরেই চলছে। কারণ আমি নিজের মন থেকে সেটা করতে চাই। তবে এবার যখন আমি আইপিএল এবং পরবর্তীতে ভারতের হয়ে বোলিং করেছি জিনিসটা অনেক বেশি প্রচার পেয়েছে। তবে এটা বলতে পারি আমি বোলিং নিয়ে অতিরিক্ত কিছুই করিনি।’ প্রসঙ্গত শেষ আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন রিয়ান পরাগ। ১৬ ম্যাচে করেছিলেন ৫৭৩ রান। প্রায় ১৫০'র কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। ১৬ টি ইনিংসের মধ্যে চারটিতে অর্ধশতরানও করেছিলেন তিনি। বর্তমানে দলীপ ট্রফিতে ভারতীয়-এ দলের হয়ে খেলছেন তিনি।