আইপিএলে নিজেদের লিগের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে চেন্নাই সুপার কিংস প্লে-অফেই উঠতে পারেনি। তারা লিগ পর্ব থেকেই ছিটকে গিয়েছে। তার মাঝেই মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা এবং প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন আত্মবিশ্বাসী যে, এমএস ধোনি পরের মরশুমেও আইপিএলে খেলবেন।
ধোনির পারফরম্যান্স
ধোনির হাঁটুর চোট নিয়েই খেলেছেন। তবে পুরো মরশুম জুড়েই তিনি চিত্তাকর্ষক ছন্দে ছিলেন। চোট কিছুটা সমস্যা তৈরি করলেও, ২০২৪ আইপিএলে ধোনির পারফরম্যান্স ছিল অসাধারণ। তিনি ১১ ইনিংসে ৫৩.৬৬ গড়ে এবং ২২০.৫৪-এর বিস্ময়কর স্ট্রাইক রেটে ১৬১ রান করতে সক্ষম হয়েছেন। যদিও তাঁর প্রচেষ্টা সিএসকে-কে প্লে-অফে তুলতে পারেনি। কারণ তারা লিগের শেষ গুরুত্বপূর্ণ ম্যাচে আরসিবি-র কাছে হেরে আইপিএল থেকে ছিটকে যায়।
উথাপ্পার আশা
জিয়ো সিনেমায় কথা বলতে গিয়ে, রবিন উথাপ্পা তার বিশ্বাস ব্যক্ত করে বলেছেন, ধোনি পরের মরশুমে আরও শক্তিশালী হবে। উথাপ্পার দাবি, ‘আমি মনে করি না, আমরা শেষ বার এমএস-কে দেখলাম। ও এমন ব্যক্তি নয় যে, এই বিষয়গুলোকে হালকা ভাবে নেবে। বরং ও নিশ্চিত ভাবে পরের বার পূর্ণ শক্তিতে ফিরে আসবে।’
আরও পড়ুন: তিন জন প্রধান প্লেয়ারের চোটই পার্থক্য গড়ে দিল- প্লে-অফে উঠতে না পারার অজুহাত রুতুরাজের
ধোনির চোট নিয়ে কথা বলতে গিয়ে উথাপ্পা ব্যাখ্যা করেছেন যে, অভিজ্ঞ ক্রিকেটার কাফ মাসেলের চোট নিয়ে সমস্যায় আছে, যা প্রথম দিকে বেশি গুরুতর ছিল। উথাপ্পার দাবি, ‘এই চোট ওকে নিজেকে সামলাতে হয়েছিল, এবং প্রায়শই ও যেমন করে। সিএসকে-র প্রয়োজনে নিজের অবদান রাখার একটি উপায় খুঁজে বের করেছিল ও।’
ধোনি সিএসকে-র শেষ ম্যাচে লড়াই করেছিলেন। ১৩ বলে ২৫ রানও করেছিলেন। তবে শেষরক্ষা করতে পারেননি। ২০তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকালেও, পরের বলেই আউট হয়ে সাজঘরে ফিরে যান এবং ধোনি ফিরতে নিভে যায় সিএসকে-র প্লে-অফে ওঠার শেষ আশার দীপও।
আশাবাদী ওয়াটসনও
ধোনির অবসর নিয়ে উথাপ্পার সুরে সুর মিলিয়েছেন শেন ওয়াটসনও। তিনি আশা করছেন, ধোনি অন্তত আরও এক বা দুই বছর আইপিএলে খেলবেন। তাঁর দাবি, ‘ও আবার সুন্দর ব্যাটিং করছে। এতে কোনও সন্দেহ নেই যে, ও এখনও সিএসকে-এর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ও অবিশ্বাস্য ভাবে ভালো খেলেছে। অন্তত এক বা দুই বছর যদি ও চালিয়ে যেতে পারে, সেই আসা করব। শরীর যদি সঙ্গ দেয় তো।’