মহেন্দ্র সিং ধোনির দিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ যোগরাজ সিংয়ের নতুন কোনও বিষয় নয়। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা তাঁর ছেলে যুবারাজের জাতীয় দল থেকে বাদ পড়ার জন্য বরাবর ধোনিকেই দায়ি করেন। এবার যুবরাজের বায়োপিক নিয়ে চর্চার মাঝে ফের ধোনির দিতে তোপ দাগলেন যোগরাজ।
Zee Switch ইউটিউব চ্যানেলে আলোচনার সময় যুবরাজের পিতা যোগরাজ সিং বলেন, ‘আমি মহেন্দ্র সিং ধোনিকে কখনই ক্ষমা করব না। ওর আয়নায় নিজের মুখ দেখা উচিত। ও অত্যন্ত বড় ক্রিকেটার, তবে আমার ছেলের বিরুদ্ধে ও যা করেছে, সব কিছু এখন সামনে আসছে, যা কখনই ক্ষমার যোগ্য নয়।’
যোগরাজ পরক্ষণেই বলেন, ‘আমি সারা জীবনে ২টি জিনিস কখনই করিনি। প্রথমত, যে আমার সঙ্গে খারাপ করেছে, তাঁকে কখনই ক্ষমা করিনি। দ্বিতীয়ত, তাঁদের কখনই আপন করে কাছে টেনে নিইনি, সে আমার ছেলেই হোক বা পরিবারের সদস্য।'
যুবরাজের পিতা শেষে বলেন, 'ওই মানুষটা (ধোনি) আমার ছেলের জীবন নষ্ট করে দিয়েছে। ও (যুবরাজ) অনায়াসে আরও ৪-৫ বছর খেলতে পারত। আমি গর্বের সঙ্গে বলি, যুবরাজের মতো ছেলের জন্ম দেওয়া উচিত সকলের। এমনকি গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সেহওয়াগও বলেছে যে, যুবরাজের মতো দ্বিতীয় কেউ হবে না। ক্যানসার নিয়ে খেলে দেশকে বিশ্বকাপ জেতানোর জন্য ওকে ভারতরত্ন দেওয়া উচিত।’
যুবরাজ ২০১৫ ও ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি। তার পরেই ২০১৯ সালে অবসর ঘোষণা করেন তিনি। যুবি শেষবার ভারতের হয়ে মাঠে নামেন ২০১৭ সালে। সব মিলিয়ে ভারতের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ান ডে ও ৫৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন যুবরাজ।
আরও পড়ুন:- চার-ছক্কার ঝড়ে ৩২৫ স্ট্রাইক-রেটে রিঙ্কু সিংয়ের তাণ্ডব, তবু হারতে হল তাঁর দলকে
ভারতের ২০০৭ টি-২০ বিশ্বকাপ ও ২০১১ ওয়ান ডে বিশ্বকাপ জয়ে যুবরাজ সিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২টি টুর্নামেন্টেই ভারতের অন্যতম সেরা পারফর্ম্যার ছিলেন যুবি। ২০১১ সালের বিশ্বকাপ জয়ের মুহূর্তে ধোনির সঙ্গে ক্রিজে ছিলেন যুবি।
২৮ বছরের খরা কাটিয়ে ভারত দ্বিতীয়বার ওয়ান ডে বিশ্বকাপ জয়ের পরেই ক্যানসার ধরা পড়ে যুবরাজ সিংয়ের। যদিও রোগ সারিয়ে ফের মাঠে ফেরেন যুবি। ভারতের হয়ে ২০১২, ২০১৪ ও ২০১৬ টি-২০ বিশ্বকাপে মাঠে নামেন যুবরাজ সিং। এমনকি ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেশের জার্সি গায়ে চাপান যুবি। তবে মাঝের সময়ে তাঁকে বারবার স্কোয়াডের বাইরে ছিটকে যেতে হয়।