Justin Langer praises Jasprit Bumrah: নিজের পারফরমেন্স দিয়ে সকলের মন জয় করেছেন জসপ্রীত বুমরাহ। এবার ভারতীয় বোলারের প্রশংসায় এগিয়ে এলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। ভারতের ফাস্ট বোলারকে পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি ফাস্ট বোলার ওয়াসিম আক্রমের তুলনা করেছেন জাস্টিন ল্যাঙ্গার। আসলে আক্রমের সঙ্গে বুমরাহর মিলটা খুঁজে পেয়েছেন ল্যাঙ্গার।
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে জসপ্রীত বুমরাহ এখন পর্যন্ত ১০.৯০ গড়ে ২১ উইকেট নিয়েছেন এবং সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। এর মধ্যে রয়েছে পার্থের পাঁচ উইকেট এবং ব্রিসবেনের ছয় উইকেট। সিরিজে এখনও পর্যন্ত, তিনি অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খোয়াজাকে এবং নাথান ম্যাকসুইনিকে চারবার করে আউট করেছেন।
আরও পড়ুন… ISL 2024-25: মরশুমের মাঝপথেই ইস্টবেঙ্গলে বড় ধাক্কা! চোটের জন্য ছিটকে গেলেন তালাল
জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘আমি তাঁর মুখোমুখি হতে চাইব না। এটা আমার অপছন্দের। এর কারণ হল তিনি ওয়াসিম আক্রমের মতো। আমার কাছে তিনি ওয়াসিম আক্রমের ডানহাতি সংস্করণ। এবং যখনই আমাকে জিজ্ঞেস করা হয় ‘এখন পর্যন্ত আমি কোন সেরা বোলারের মুখোমুখি হয়েছি?’ আমি তো ওয়াসিম আক্রমের নাম নিয়ে থাকি।’
জাস্টিন ল্যাঙ্গার আরও বলেন, ‘তার ভালো গতি রয়েছে এবং দুর্দান্ত বোলিং করেন। তিনি প্রতিবার একই জায়গায় বল রাখেন এবং তিনি খুব ভালো বাউন্সার দেন, তাই এটি তাকে যে কোনও ব্যাটারের কাছে বোলিং দুঃস্বপ্ন করে তোলে। তার বল উভয় দিকে সুইং করার ক্ষমতা রয়েছে, তার সীম সত্যিই নিখুঁত।’
আরও পড়ুন… অবসরের পরে বাড়ি ফিরতেই মেয়ের থেকে মিষ্টি উপহার পেলেন অশ্বিন! শেয়ার করলেন ছবি
এরপরে জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘আপনি যদি একটি নিখুঁত সীম বোলিং করেন এবং এটি সঠিকভাবে আঙ্গুলের কাজ করেন, তাহলে আপনি একটি ডাবল হিট পান। সঠিক অবস্থায় সুইং করেন এবং বলটি যদি সঠিক জায়গায় আঘাত করে তবে এটি কারও সঙ্গে মিলবে না। এমনটাই করতে ওয়াসিম আক্রম, সেই কারণেই তার মুখোমুখি হওয়া দুঃস্বপ্ন ছিল।’
এরপরে ল্যাঙ্গার বলেন, ‘আমি বুমরাহর মুখোমুখি হওয়া একেবারেই পছন্দ করব না। সে একজন দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী, সে ভালো গতিতে বোলিং করে এবং সে আশ্চর্যজনক। আমি সিরিজের শুরুতে বলেছিলাম, বুমরাহ যদি ফিট থাকে তবে অস্ট্রেলিয়ার জন্য এটি একটি বড় চাপ হবে। এটা সত্যিই কঠিন সময় হতে চলেছে।’
আরও পড়ুন… সপরিবারে 67th National Shooting Championship-এ নামবেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার
ল্যাঙ্গার বিশ্বাস করেন বুমরাহ না থাকলে সহজেই অস্ট্রেলিয়া সিরিজ জিতবে। জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘তিনি যদি না থাকেন, আমি মনে করি অস্ট্রেলিয়া সহজেই সিরিজ জিতবে এবং আমি এখনও সেটা বিশ্বাস করি।’ ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হওয়ার পর ল্যাঙ্গার অভিজ্ঞ ভারতীয় স্পিনার রবিচন্দ্রনের প্রশংসা করেছেন। অশ্বিনকে নিয়ে বিস্ময়ও প্রকাশ করেছেন।