গত সপ্তাহেই ঘোষিত হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের ভারতীয় দল। স্কোয়াডে রাখা হয়নি টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনকে। উইকেটকিপার হিসেবে নির্বাচকরা আস্থা রাখেন কেএল রাহুল এবং ঋষভ পন্তের উপর।
স্যামসনের শেষ ওয়ান ডে ম্যাচ ছিল ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজের সময়। ঋষভ পন্ত তখনও চোট থেকে সেরে ওঠেননি। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০২৪ সালের সিরিজে স্যামসনকে বাদ দেওয়া হয় এবং পন্ত ওয়ান ডে ফর্ম্যাটে ফিরে আসেন।
উল্লেখযোগ্য বিষয় হল, কেরলের উইকেটরক্ষক-ব্যাটারের এখনও পর্যন্ত ১৬টি ওয়ান ডেতে গড় ৫৬-র বেশি। প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্যামসনকে উপেক্ষা করায় বিস্ময় প্রকাশ করেন। Switch-এর সাথে কথোপকথনে হরভজন দাবি করেন যে, স্যামসনের ব্যাটিং ওয়ান ডে ফর্ম্যাটের সঙ্গে অত্যন্ত মানানসই।
হরভজন বলেন, ‘সত্যি ওর জন্য আমার খারাপ লাগছে। ও রান করে, তবু ওকে বাদ দেওয়া হয়। আমি জানি আপনি মাত্র ১৫ জনকে বেছে নিতে পারেন। কিন্তু আমি মনে করি ওর (স্যামসনের) ব্যাটিং ওয়ান ডে ফর্ম্যাটের সঙ্গে মানানসই। ওর ব্য়াটিং গড় ৫৫-৫৬। তা সত্ত্বেও দ্বিতীয় উইকেটকিপার হিসেবেও ওর নাম নেই। আমরা যখন ওর নির্বাচন নিয়ে কথা বলি, তখন লোকে প্রশ্ন করে, কার জায়গায় খেলানো হবে? জায়গা কিন্তু তৈরি করা যেতে পারে।’
সেই সঙ্গে হরভজন যুজবেন্দ্র চাহালের বাদ পড়া নিয়েও সুর চড়ান। দলে বৈচিত্র্যের আমদানির জন্য তারকা লেগ স্পিনারের নাম বিবেচনা করা উচিত ছিল বলে মত ভাজ্জির।
তাঁর কথায়, ‘সঞ্জু দলে নেই। যুজবেন্দ্র চাহালও নেই। আপনি চারজন স্পিনারকে বেছে নিয়েছেন, তাদের মধ্যে দুজন বাঁ-হাতি। বৈচিত্র্যের জন্য একজন লেগ স্পিনারকেও দলে নিতে পারতেন। চাহাল দারুণ বোলার। আমি জানি না ও কী ভুল করেছে যে ও এই দলের জন্য উপযুক্ত নয়!’
হরভজন মনে করেছিলেন যে যশস্বী জসওয়ালই রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রথমবার ওয়ান ডে স্কোয়াডে ডাক পেয়েছেন যশস্বী। তবে শুভমন গিল ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হওয়ায় জসওয়ালের এখন ওপেন করার সম্ভাবনা কম বলে মত ভাজ্জির।
এই প্রসঙ্গে হরভজন বলেন, 'আমার মনে হয়েছিল যে যশস্বী ওপেন করবে। কিন্তু এখন তেমনটা মনে হচ্ছে না। শুভমন গিল সহ-অধিনায়ক, তাই ওরই ওপেন করতে নামার সম্ভাবনা প্রবল। যশস্বীর তিন-চারে ব্যাট করাও মুশকিল। কেননা বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার রয়েছে।