২০২৭ বিশ্বকাপে দুই সিনিয়র ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলতেও পারেন। এমনই দাবি করেছিলেন টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ গৌতম গম্ভীর। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতের প্রাক্তন ওপেনার এবং বিসিসিআই প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তাঁর স্পষ্ট দাবি, কোহলি ২০২৭ বিশ্বকাপে খেলতে পারলেও, রোহিত পারবেন না।
২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়াতে। এবং আশা করা হচ্ছে, সেই টুর্নামেন্টেও ভারত অন্যতম ফেভারিট হিসাবেই খেলতে নামবে। যাইহোক ২০২৭ বিশ্বকাপের সময়ে রোহিত শর্মার বয়স হবে ৪০। বিরাট কোহলির বয়স হবে ৩৯। স্বাভাবিক ভাবেই তারা আদৌ বিশ্বকাপ খেলার মতো জায়গায় থাকবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
আরও পড়ুন: বেলিসের সঙ্গে সম্পর্কে ইতি টানতে চলেছে PBKS, খোঁজ চলছে ভারতীয় কোচের- রিপোর্ট
ভারতের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর দাবি করেছিলেন যে, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে এবং এই জুটি তাদের ফিটনেস ধরে রাখতে পারলে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে খেলতে পারে। তাঁর মতে, ‘ওরা দেখিয়েছে, বড় মঞ্চে ওরা কী করতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ওয়ানডে বিশ্বকাপ, আমার মনে হয় ওদের মধ্যে অনেক বেশি ক্রিকেট বাকি আছে। যদি ওরা ওদের ফিটনেস ধরে রাখতে পারে, তাহলে ২০২৭ বিশ্বকাপেও খেলবে।’
টিম ইন্ডিয়াতে কিংবদন্তি ব্যাটিং জুটির ভবিষ্যত সম্পর্কে গম্ভীরের মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায়, এবং এর প্রতিক্রিয়ায়, ভারতের প্রাক্তন অধিনায়ক এবং প্রধান নির্বাচক ক্রিস শ্রীকান্ত দাবি করেছেন যে, কোহলি নিঃসন্দেহে আগামী ৫০ ওভারের মেগা ইভেন্টে ভারতের হয়ে খেলবেন, কিন্তু রোহিত পারবেন না।
আরও পড়ুন: দে দো ভাইয়া ব্যাট… কোহলির পর এবার সূর্যের কাছে আবদার শুরু করলেন রিঙ্কু
শ্রীকান্তের দাবি, রোহিত একজন ভালো খেলোয়াড়, কিন্তু তিন বছরে তাঁর বয়স ৪০ হয়ে যাবে। এবং চল্লিশে পৌঁছে নিজের সেরাটা দিয়ে খেলা সম্ভব নয়। শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে ছেলে অনিরুদ্ধর সঙ্গে আলোচনার সময়ে বলেছেন, ‘ও (রোহিত) একজন ভালো খেলোয়াড়, কিন্তু ওর বয়স বর্তমানে ৩৭, এবং পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ আরও তিন বছর বেড়ে যাবে। তখন ওর বয়স চল্লিশ হবে। চল্লিশ বছরে বিশ্বকাপ খেলাটা সম্ভব নয়। তবে হ্যাঁ, বিরাট কোহলি ২০২৭ বিশ্বকাপে খেলতে পারে। কিন্তু মিস্টার গম্ভীর, তুমি ওভারবোর্ডে গিয়েছ রোহিতের জন্য। ও দক্ষিণ আফ্রিকায় খেললে মূর্ছা যাবে।’ প্রসঙ্গত, ২০২৩ বিশ্বকাপের ফাইনালে ভারত যখন হেরেছিল, তখন রোহিত শর্মা অধিনায়ক ছিলেন এবং সুযোগ পেলে তিনি সেই হারের প্রতিশোধ নিতে চাইবেন।