বৃহস্পতিবারই ছিল সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতার গ্রুপ স্টেজের শেষ দিন। এদিনই পুরোপুরি নকআউট রাউন্ড চূড়ান্ত হয়ে গেল কোন দল কার মুখোমুখি হবে। কবে কার সঙ্গে খেলা, প্রি কোয়ার্টার এবং কোয়ার্টারেই বা কে কার মুখোমুখি হবে। যদিও কোয়ার্টার ফাইনালে দুটি ম্যাচের সূচি এখনও প্রকাশ পায়নি, কারণ প্রি কোয়ার্টারের ম্যাচের পর তা প্রকাশিত হবে।
আরও পড়ুন- ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
বাংলার রাজস্থান বধ-
বৃহস্পতিবার ছিল বাংলা দলের অনেকটা মাস্ট উইন ম্যাচের মতো রাজস্থানের বিরুদ্ধে। সেই ম্যাচে বাংলা দল সহজেই জিতল বলা যায়। সেই সুবাদে গ্রুপ টপার হয়ে তাঁরা নকআউটে প্রবেশ করে। ১৫৪ রানের লক্ষ্যমাত্রা ছিল বাংলা দলের সামনে, যা তাঁরা ৯ বল বাকি থাকতেই তুলে নেয়। আরও একবার দুরন্ত ইনিংস খেলেন বাংলার উইকেটরক্ষক ব্যাটার অভিষেক পোড়েল, তিনি করেন ৪৮ বলে ৭৮ রান।
রাহানের দুরন্ত ব্যাটিং-
মুম্বই দলও অন্ধ্রের বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নেয়। ২৩০ রান তাড়া করতে নেমেও আজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ারদের মুম্বই কখনই চাপে পড়ে যায়নি। তাঁরা শেষ ওভারে গিয়ে সূর্যংশের অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে ম্যাচ জিতে নেয় এবং সেই সঙ্গে সঙ্গেই তাঁরা নকআউটে প্রবেশ করে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে। অন্ধ্রও পৌঁছায় নকআউটে।
আরও পড়ুন - তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
বরোদার বিশ্বরেকর্ড-
বরোদা তো সরাসরি বিশ্বরেকর্ডই করে দেয় সিকিমের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নিজেদের গ্রুপ স্টেজের শেষ ম্যাচে। ভানু পুনিয়ার ১৩৪, শিবালিক শর্মার ১৭ বলে ৫৫ এবং অভিমন্যু সিংহ রাওয়াতের ১৭ বলে ৫৩ রানের সৌজন্যে টি২০র সর্বোচ্চ ৫ উইকেটে ৩৪৯ রান করে বরোদা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৬ রান সিকিম তুলতে সক্ষম হয় সাত উইকেটের বিনিময়। ২৬৩ রানে ম্যাচ জেতে বরোদা।
একঝলকে দেখে নেওয়া যাক সৈয়দ মুস্তাক আলির নকআউট স্টেজের সূচি-
নকআউটের সূচি-
প্রি কোয়ার্টার ফাইনাল ১- বাংলা বনাম চণ্ডিগড়
প্রি কোয়ার্টার ফাইনাল ২- অন্ধ্র বনাম উত্তর প্রদেশ
কোয়ার্টার ফাইনাল ১- বরোদা বনাম বাংলা-চণ্ডিগড় ম্যাচের জয়ী দল
কোয়ার্টার ফাইনাল ২- দিল্লি বনাম অন্ধ্র-উত্তর প্রদেশ ম্যাচের জয়ী দল
কোয়ার্টার ফাইনাল ৩- মধ্যপ্রদেশ বনাম সৌরাষ্ট্র
কোয়ার্টার ফাইনাল ৪- মুম্বই বনাম বিদর্ভ