আইপিএলের আগে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দল ভালোই দল গুছিয়ে নিয়েছে। গতবারের চ্যাম্পিয়ন হওয়া দলের অধিকাংশ ক্রিকেটারকেই ফিরিয়ে নিয়েছে তাঁরা। ৬জনকে রিটেন করার পর নিলাম থেকে বিপুল অর্থে বেঙ্কটেশ আইয়ার, অংকৃষ রঘুবংশী, মণীশ পাণ্ডে, বৈভব অরোরাদের দলে ফিরিয়েছে নাইট রাইডার্স।
আরও পড়ুন-‘ওর ওপর যা রাগ হয়েছিল না…’! বিশ্বকাপ ফাইনালের পর PSGতে মেসি দেখে কি করেন এমবাপে?
শ্রেয়স আইয়ার দল ছেড়ে দেওয়ার পর অবশ্য কলকাতা নাইট রাইডার্সের অন্দরে সব থেকে বড় প্রশ্ন আগামী মরশুমে তাঁদের অধিনায়ক কে হবেন? দৌড়ে নাম ভাসছে তিন ভারতীয় ক্রিকেটারের। প্রথম জন ২৩.৭৫ কোটি টাকা পাওয়া বেঙ্কটেশ আইয়ার, দ্বিতীয় জন মুম্বইয়ের রঞ্জি অধিনায়ক আজিঙ্কা রাহানে এবং তৃতীয় জন রিঙ্কু সিং। একঝলকে দেখে নেওয়া যাক সৈয়দ মুস্তাক আলিতে এই তিনজনের পারফরমেন্স কেমন।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলের পর মহমেডান! বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সামিল বাংলা...
আজিঙ্কা রাহানের মুম্বইয়ের হয়ে কেমন খেলছেন SMATতে?
বিদর্ভের বিরুদ্ধে ৮৪ রান
অন্ধ্রের বিরুদ্ধে ৯৫ রান
সার্ভিসেসের বিরুদ্ধে ২২ রান
নাগাল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং করতে হয়নি তাঁকে
কেরলের বিরুদ্ধে ৬৮ রান
মহারাষ্ট্রের বিরুদ্ধে ৫২ রান
গোয়ার বিরুদ্ধে ১৩ রান
আরও পড়ুন-‘সিরিজের গুরুত্ব অনেক,তাই…' হেড-সিরাজ বিতর্ক স্পোর্টিংলি নিচ্ছেন অজি অধিনায়ক…
'উত্তরপ্রদেশের হয়ে SMATতে কেমন পারফরমেন্স রিঙ্কুর?
দিল্লির বিরুদ্ধে করেন ১০ রান
অন্ধ্রের বিরুদ্ধে করেন ২৭ রান
ঝাড়খণ্ডের বিরুদ্ধে করেন ৪৫ রান
জম্মু অ্যান্ড কাশ্মীরের বিরুদ্ধে করে ২৪ রান
অরুণাচলের বিরুদ্ধে করেন ২৬ রান
হরিয়ানার বিরুদ্ধে করেন ৩০ রান
মণিপুরের বিরুদ্ধে ব্যাটিং করেননি
হিমাচলের বিরুদ্ধে করেন ৪৫ রান
দিল্লির বিরুদ্ধে করেন ৭০ রান
বেঙ্কটেশ আইয়ারের পারফরমেন্স কেমন SMATতে?
সৌরাষ্ট্রের বিরুদ্ধে অপরাজিত ৩৮ রান ও ২৩ রানে ২ উইকেট
বিহারের বিরুদ্ধে অপরাজিত ২৭ রান ও ১৯ রানে ১ উইকেট
হায়দরাবাদের বিপক্ষে ২২ রান
রাজস্থানের বিরুদ্ধে ১৬ রান
বাংলার বিরুদ্ধে অপরাজিত ১২ রান
পঞ্জাবের বিরুদ্ধে অপরাজিত ২২ রান
মেঘালয়ের বিরুদ্ধে অপরাজিত ৩৭ রান ও ৯ রানে ১ উইকেট
মিজোরামের বিরুদ্ধে ৩৬ রান
তুল্যমুল্য বিচার করলে কলকাতা নাইট রাইডার্স দলে যার প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন রয়েছে সেই আজিঙ্কা রাহানেই সৈয়দ মুস্তাক আলিতে কেকেআরের ক্রিকেটাদের মধ্যে অন্যতম সেরা পারফরমার। ইতিমধ্যেই মুম্বইয়ের রঞ্জি অধিনায়ক এবারের এই টি২০ প্রতিযোগিতায় করে ফেলেছেন চারটি অর্ধশতরান।