টি২০ বিশ্বকাপের শেষ আটে চলে গেছে আফগানিস্তান ক্রিকেট দল। এক ম্যাচে বাকি থাকতেই শেষ আটে গেছে তাঁরা। অন্যদিকে ওমানকে হারিয়ে সুপার এইটের রাস্তা সহজ করে নিয়েছে ইংল্যান্ড। আগেই জয়ের হ্যাটট্রিক করে সুপার এইটে গেছে ভারত, দঃ আফ্রিকা, অস্ট্রেলিয়া। সুপার এইটের দিকে এক পা এগিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দলও। ওয়েস্ট ইন্ডিজও ঘরের মাঠে টি২০ বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করে ফেলেছে। আরেক আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র গ্রুপ স্টেজের গণ্ডি টপকাতে পারবে কিনা তার উত্তর মিলবে শুক্রবার। আয়ারল্যান্ডকে হারিয়ে দিতে পারলেই ইতিহাস রচনা করে সুপার এইটে পৌঁছে যাবে অ্যারন জোনস, সৌরভ নেত্রভালকররাও।
আরও পড়ুন-কোন ক্লাবের হয়ে অবসর নেবেন লিওনেল মেসি? জানিয়ে দিলেন তিনি, মন খারাপ সমর্থকদের
একঝলকে আইসিসি টি২০ বিশ্বকাপের পয়েন্ট তালিকা।
গ্রুপ এ- ভারত সুপার এইটে চলে গেছে
গ্রুপ বি- অস্ট্রেলিয়া সুপার এইটে চলে গেছে
আরও পড়ুন-ওমানের বিরুদ্ধে ১০১ বল বাকি থাকতে জয় বাটলার-আর্চারদের, সুপার এইটের পথ মসৃণ করল ইংল্যান্ড
গ্রুপ সি- আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে চলে গেছে
আরও পড়ুন-২ কিমি দৌড়াতে সময় নয় ২০ মিনিট, কোনও কথা শোনে না, আজম খানকে নিয়ে বিস্ফোরক হাফিজ
গ্রুপ ডি- দঃ আফ্রিকা শেষ আটে পৌঁছে গেছে
অঘটনের টি২০ বিশ্বকাপে বড় দলগুলোকে টেক্কা দিয়েছে ছোট দলগুলো। সেই কারণেই শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতো দল আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। পাকিস্তান দল কি সম্মান রক্ষা করতে পারবে, নাকি এক্ষেত্রেও রূপকথা লিগে শেষ আটে যাবে মার্কিনরা, তা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেটমহল।